পোস্টগুলি

#Bhramhin life #21 fine dignity of Bhrmacharya life #Bhramcharya #peority #peace #knowledge #love #happiness #energy লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

21 fine dignity of Bhrmin life/ ব্রাহ্মণ জীবনের ২১ সূক্ষ্ম মর্যাদা

ছবি
* ব্রাহ্মণ জীবনের ২১ সূক্ষ্ম মর্যাদা * ১) সময়ের মর্যাদা(Value of time)   ...  অমৃতবেলা থেকে শুরু করে রাত্রি পর্যন্ত সময়কে ঈশ্বরীয় জ্ঞান এবং সেবার জন্য ব্যবহার করা। ২) ভাষার মর্যাদা ... সেন্টারে বা মধুবনে হিন্দিতেই কথা বলবে। পুরানো লৌকিক ভাষাতে নয়। (ব্রহ্মা বাবা বা দাদীরা জ্ঞানে আসার পর থেকে সিন্ধ্রী নিজেদের মাতৃভাষা হওয়া সত্ত্বেও কখনো নিজেদের মধ্যে সিন্ধ্রীতেও কথা বলতেন না) ৩) সংকল্পের মর্যাদা  ... যে কোনো বিষয়েই আমরা সংকল্প করতে বা ভাবনা বা চিন্তা করতে পারি না। ৪)  কাউকে না বলে তার জিনিস use করা ঈশ্বরীয় মর্যাদা বিরুদ্ধ।  ৫) সম্পর্ক বজায় রাখার মর্যাদা  ... আমরা সবাই হলাম ভাই - বোন। এটাই হল আমাদের আসল সম্বন্ধ। লৌকিক সম্বন্ধ ত্যাগ করে অলৌকিক সম্বন্ধ জুড়লাম - সেটাও ঠিক নয়। Detached থাকো, মোহ মুক্ত থাকো। বি. দ্র. : যশোদা মাতা বাবার জ্ঞানে আসার পর কোনো দিন বাবাকে স্বামীর দৃষ্টিতে দেখেননি। ৬) ভোজন .... শুদ্ধ ভোজন এবং মৌন থেকে খাওয়া ছাড়াও খাওয়ার সময় সংকল্পের প্রতি খেয়াল রাখাও অত্যন্ত জরুরী। যে খাবারই খাও, তার প্রতি যেন Respect থাকে। আসক্তি যেন না ...