পোস্টগুলি

অহংকার বিনাশের কারণ লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

অহংকারী ব্যক্তির সাথে কি হয়?Ahankari bektir sathe ki hoi?

ছবি
অহংকারী ব্যক্তিদের চারিত্রিক বৈশিষ্ট্য ও সনাক্তকরণ  অহংকার শব্দ টা ছোট হলেও তার প্রভাব ভয়ঙ্কর হয়। আমি সর্বশ্রেষ্ট এটা ঠিক হলেও যদি কেউ ভাবতে শুরু করে আমিই সর্বশ্রেষ্ট অন্য কেউ নয়, ঠিক তখনই অহংকারের জন্ম। অহংকার যুক্ত মানুষ নিজেকে ছাড়া অন্য কোন ব্যক্তি কে ভালবাসতে পারে না। কেন কি তার জীবনে সে নিজেকে ছাড়া অন্য কোন ব্যক্তিকে কোন স্থান দেয় না। সে নিজেকে নিয়েই পূর্ণ থাকে শুধু। তার খুশি, তার দুঃখ, তার সুখে নিজেকে ছাড়া অন্য কাউকে দেখতে পায় না। সে নিজেকে ছাড়া অন্য কোন ব্যক্তিকে গুরুত্ব দিতে পারে না। সে এতটাই self-centred হয় যে তার নিজেকে ছাড়া অন্য কাউকে স্পেশাল মনে হয় না। না সে আত্মীয়-স্বজন ও আপনজনদের কদর করতে পারে। না সে সম্পর্ককে কদর করতে পারে। কোন মানুষ যদি তার জন্য ভালো কিছু করে সেজন্য সে নিজেকে অলরেডি desurve মনে করে। সেই রকম ভাবে যে এরকম তার সঙ্গে হতে হবে। অহংকার পরিপূর্ণ ব্যক্তি খুব জলদি নিজেকে অপমানিত অনুভব করে ও খুব তাড়াতাড়ি রেগে যায়, সব কথাতে নিজের শক্তির পরিচয় দেওয়ার চেষ্টা করতে থাকে। তার পুরো জীবনটা নিজের অহংকার প্রমাণ করার জন্যই পেরিয়ে যায়। সে নিজের অহংকার কে ...