Ornaments of Shankar ji's শঙ্করের অলংকারের সঠিক অর্থ কি ❓
. শঙ্করের অলংকারের সঠিক অর্থ কি ❓ . 💥 শঙ্করের অলংকার 💥 💑 শঙ্করের অলংকারের অর্থ হলো :- শঙ্করের অর্থ বাবা আমাদের বুঝিয়েছেন যে --- শঙ্কর হলো আমরা আত্মাদের তপস্বী রূপ l ইনি হলেন শিববাবার রচনা l শিববাবা সর্বপ্রথম তিন সুক্ষ্ম আকারী দেবতার রচনা করেছিলেন l এই সুক্ষ্ম আকারী দেবতা হলো সিম্বলিক অর্থাৎ প্রতীক মাত্র l এঁরা আলাদা তিনটি পুরীতে নিবাস করেন l ১ ) ব্রহ্মা ---- ইনি হলেন শিববাবার রথ l ২) বিষ্ণু ---- ইনি লক্ষ্মী - নারায়ণের কম্বাইন্ড স্বরূপ ৩) শঙ্কর -- আমাদের আত্মাদের তপস্বী স্বরূপ l 👩❤👩 শঙ্করের অলংকার 👩❤👩 ১) মৃগছাল --- এর অর্থ, সর্ব সুখ ত্যাগকারী এক তপস্বীমূর্ত অবস্থার পরিচায়ক l দুনিয়ার বৈভবের আসক্তিশূন্য l ২) ডমরু --- আত্মা, পরমাত্মা এবং এই সৃষ্টিচক্রের রহস্যকে জানা এবং সত্য জ্ঞানের জয় ঘোষণা করে সেই জ্ঞানের সঙ্গে সমগ্র দুনিয়ার আত্মাদের পরিচিত করানো l পরমপিতার সন্দেশ জনে জনে পৌঁছে দেওয়া l ৩) ত্রিশূল ----- সমস্ত মানুষকে দৈহিক, দৈবিক এবং ভৌ...