পোস্টগুলি

#shivarayri #Mahashivarayri #om no matter sivai লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

মহা শিব রাত্রির আধ্যাত্মিক রহস্য

ছবি
💥 * মহা শিব রাত্রির আধ্যাত্মিক রহস্য * 💥 ভারতীয় জনমানসে  এই মান্যতা আছে যে, *শিবের* মধ্যে সৃজন আর সংহারের ক্ষমতা আছে l তারা এও মানে যে শিব হলেন *আশুতোষ* অর্থাৎ সহজেই প্রসন্ন হন l এই ভাবনায় তারা শিবকে জল স্নান করায়, তাঁর পূজা করে l কিন্তু প্রশ্ন হলো, সারাজীবন শিব পূজা করেও তথা প্রতি বছরে শ্রদ্ধাপূর্বক শিবরাত্রিতে জাগরণ, ব্রত ইত্যাদি করেও মানুষের পাপ বা সন্তাপ কেন দূর হয় না ?  তাদের মুক্তি বা জীবন মুক্তি অথবা শক্তির প্রাপ্তি কেন হয় না ? তাদের রাজ্য - ভাগ্যের অমর বরদান কেন প্রাপ্ত হয় না ? আসলে শিবকে প্রসন্ন করার প্রকৃত বিধি কি ❓শিবরাত্রির বাস্তবিক রহস্য কি ❓আমরা সত্য শিবরাত্রি কিভাবে পালন করবো ❓"শিবের" রাত্রির সঙ্গে কি সম্পর্ক, যেখানে অন্য দেবতার পূজা অর্চনা দিনে হয়ে থাকে ❓   *শিবরাত্রির* সঙ্গে জুড়ে থাকা এমন সব প্রশ্নের উত্তর তাঁর আধ্যাত্মিক রহস্যের উন্মোচন করে থাকে l  মহারাত্রি হলো পাপাচার আর ঘোর অজ্ঞানতার সূচক l *শিবরাত্রি* ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের অন্তিম রাত্রির ( অমাবস্যা ) এক দিন পূর্বে পালিত হয় l এই লোকে  পরমপিতা পরমাত্মা *শিবের* অবতরণ কলিযুগের অন্তিম সময়ে...