পোস্টগুলি

How to speak in write way লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

Improve your spoken skill কথা বলার কৌশল বলার ১০ টি কৌশল

ছবি
কথা বলার মধ্যে আমাদের সফলতা ও ব্যর্থ যোগাযোগ স্থাপনের চারটি সরঞ্জাম 1. শোনা 👂 2. বলা🗣  3.পড়া📖 4. লেখা✍️। এই চারটি মৌলিক সরঞ্জাম আমাদেরকে আরো শিক্ষিত এবং উন্নত করে । যদি তোমার যোগাযোগ স্থাপন দক্ষতাকে আরও উন্নত করতে চাও প্রথম এই চারটে  সরঞ্জাম একান্তই প্রয়োজন । পরেরটা তুমি অন্যদেরকে বুঝতে পারবে এবং দেখতেও পাবে  যে তাদের গুরুত্ব কতটা । যোগাযোগ স্থাপনের ক্ষেত্রে তোমার দরকার পড়বে নতুন কিছু স্কিল বা দক্ষতা শেখায় ,এগুলোর ক্ষেত্রে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে প্র্যাকটিস সবসময় নিজেকে প্রস্তুতি নিতে হবে  যতক্ষণ না আমরা  এসব দক্ষতাগুলো কে আমরা খুব ভালো ভাবে কার্যকর করতে পারি। আমরা যখন জন্মায়  তখন সেই বয়সেই আমরা বলতে শিখেছি। প্রথমে সেটা আমাদের পক্ষে খুব কঠিন হয় মনে রাখার। যা হোক তারপর থেকে আমরা  মনে রাখতে ,পড়তে এবং লিখতে শিখি।  এই দক্ষতাগুলো  আমরা প্রথমে বাবা-মায়ের কাছে এবং শিক্ষকদের কাছে শিখি।  আমাদেরকে বেশিরভাগ সময়  শোনার ক্ষমতা বারাতে হবে। যোগাযোগ স্থাপনের গুরুত্ব মাধ্যম  যে ব্যক্তি ভালোভাবে শুনে সে ব্যক্তি ভালো হবে বলতে...