পোস্টগুলি

#সত্ত্ব #রজঃ #তম গুণ #swataTamaRojo লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

সত্ত্ব রজঃ তম এই তিনটি গুণ কি

ছবি
সত্ত্ব রজঃ তম এই তিনটি গুণ কি?  ভগবান শ্রীকৃষ্ণ ভগবত গীতায় সাংখ্যযোগে সৃষ্টির তিনটি গুণের কথা বলেছেন, যে গুণের দ্বারা মানুষের স্বভাব, চরিত্র ও ব্যবহার নির্মাণ হয়, সেটি হল সত্ত্ব রজঃ তম এই তিনটি গুণ প্রকৃতির দ্বারা উৎপন্ন কিন্তু প্রকৃতির কাজ শরীরের সঙ্গে নিজের সম্পর্ক মান্য করার কারণে এই গুণ অবিনাশী ও এ গুণ জীবাত্মাকে না, শরীর তত্ত্বের আবদ্ধ করে দেয়। রজঃ তম গুণ লৌকিক ও পরলৌকিক উন্নতি হতে দেয় না। নিজের জীবনের গতি বাড়ানো হলো রজস আর গতিকে থামানো হলো তমস অর্থাৎ আলস্য। আমাদের জীবন চালানোর জন্য স্পিড, বা থামানোর জন্য ব্রেক এই দুটিরই প্রয়োজন হয় অর্থাৎ আমাদের জীবনের এই গুণ দুটি প্রয়োজন কিন্তু আমাদের এটা জানা প্রয়োজন আমাদের এদের কি করে নিয়ন্ত্রণ করতে হবে ও এদের কি নিয়ন্ত্রণ করার প্রয়োজন আছে? আপনি নির্ধারন করতে পারে না যে একজন ব্যক্তির কি করা দরকার! যাদের রজ গুণ বেশি আছে তারা খুব দ্রুত গতিতে যাবে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা তাদের বেশি আছে।   তমগুণ 'তম' শব্দের অর্থ অন্ধকার এবং 'তমঃ' থেকেই তামসিক শব্দের উৎপত্তি। তমঃ গুণ আমাদের অন্ধকার এর মতো ভ্রমিত করে রাখে। তমোগুণ অজ্ঞানতা থ...