ঘরে পজেটিভ এনার্জি কিভাবে আনবেন/How to bring positive energy at home
![ছবি](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhvReh1pR7KDemefYgb8yNJXK5N1kYYjSc6HiUWCaWDJifKDYBrAVKgakzlO-dKofUEslXBq8jHZ39t3afYentA4Gie3WfG9dtXySTFRXvH0RvmLJk2zwuMYoTK5x7Iqw7bggUhpfpZu4x947v3tZU0hzNqYqQQ5AcF6nuK3ibQFscPOCSmCG2CXGdV4MYZ/s320/Heavenly%20Princess%20with%20flowers.jpg)
🏚 গৃহে পজেটিভ এনার্জি কিভাবে আনবেন 🏚 🌻🌻 ভোরবেলা ঘরের সমস্ত দরজা - জানলা খুলে দিন আর টাটকা বাতাস ঘরে আসতে দিন l হাওয়া আর সূর্যের কিরণ ঘরের নেগেটিভ এনার্জিকে নষ্ট করে দেয় l 🌻🌻 আপনার গৃহে অপ্রয়োজনীয় কোনো জিনিস রাখবেন না l যে জিনিসের প্রয়োজন নেই অথচ ঘরে দীর্ঘকাল রয়েছে, এমন জিনিস নেগেটিভ এনার্জিকে আকর্ষণ করে l তাই তা ঘরে না রাখাই ভালো l 🌻🌻 ঘরে খালি পায়ে চলার অভ্যাস করলে আপনার নেগেটিভ এনার্জি পৃথ্বী তত্ব দ্বারা সমাহিত হয় l এতে আপনার শরীরের উর্জার ভারসাম্য রক্ষা হয় l 🌻🌻 আগেকার দিনে চটি, জুতো বাইরে রাখার রেওয়াজ ছিলো l তখন মানুষ হাত - পা না ধুয়ে গৃহে প্রবেশ করতেন না l এতে সমস্ত নেগেটিভ এনার্জি ঘরের বাইরেই পৃথ্বী তত্ব দ্বারা সমাহিত হতো l এখন এই ব্যবস্থা মুশকিল হয়ে গেছে l তাই ঘরের বাইরেই চটি, জুতো ছেড়ে ঘরে প্রবেশ করুন l 🌻🌻 কিছু সময় ঘরের বাইরে খোলা হাওয়ায় ঘুরে বেড়ান l বাগান থাকলে সেখানে ঘোরার অভ্যাস করুন l প্রকৃতির কাছাকাছি থাকলে আপনি নিজেকে উর্জাবান অনুভব করবেন l 🌻🌻 ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাও নেগেটিভ এনার্জিকে দূর করার উপায় l তাই সবসময় ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন l 🌻🌻 ঘরের...