PERSONALITY IS THE KEY OF SUCCESS
10 TIPS PERSONALITY DEVELOPMENT ব্যক্তিত্ব বা PERSONALITY কি? ব্যক্তিত্ব একটা ছোট শব্দ হলেও তার বিস্তৃত অনেক। ব্যক্তিত্ব কি? মনে পড়ে স্কুলে কিছু শিক্ষকের কথা, যাদের দেখলে সব ছাএ স্কুলমাঠ থেকে ক্লাস ঘরে ঢুকে যেত, কেও টু শব্দ করতোও ভাবতে হতো। আবার কোনো শিক্ষক যখন ক্লাস করাতো তখন তার গাম্ভীর্যতা দেখে সবাই থর থর করে কাঁপতে শুরু করতো। তাহিলে সেই শিক্ষকের গাম্ভীর্যতা দেখে ভয় পাওয়া। এটা কি শিক্ষক এর ব্যক্তিত্ত্ব? এটা তার ব্যক্তিত্বের ভালো দিক কে পিরিস্ফুটিত করছে না। এটা একটা মানুষের ভালো ব্যক্তিত্ব হতে পারে না। ব্যক্তি মধ্যে নিহিত অন্ত:সত্তা হলো ব্যক্তিত্ব। ব্যক্তিত্ব হলো কোনো ব্যক্তির গুন বা quality কে বোঝাই। বিভিন্ন গুনের মিশ্রণ হলো ব্যক্তিত্ব। একজন ভালো ব্যক্তিত্বের মানুষ যে কোনো মানুষ কে প্রভাবিত করতে পারে। এখনে ও মানুষ ব্যক্তিত্ব কে কোন মানুষের Looks বা সৌন্দর্য ভেবে গুলিয়ে দেয়। PERSONALITY এটা নয় যে তুমি কিরকম দেখতে হবে। পারসোনালিটি সেটাই যে তুমি কি রকম, সেটা চিত্রিত করবে। সুন্দর চেহারা থাকলে যে ব্যক্তিত্ব থাকবে এরকম নয়। ...