PERSONALITY IS THE KEY OF SUCCESS












10 TIPS PERSONALITY DEVELOPMENT







ব্যক্তিত্ব বা PERSONALITY কি?


ব্যক্তিত্ব একটা ছোট শব্দ হলেও তার বিস্তৃত অনেক। ব্যক্তিত্ব কি? মনে পড়ে স্কুলে কিছু  শিক্ষকের কথা, যাদের দেখলে সব ছাএ স্কুলমাঠ থেকে ক্লাস ঘরে ঢুকে যেত, কেও টু শব্দ করতোও ভাবতে হতো। আবার কোনো শিক্ষক যখন ক্লাস করাতো তখন তার গাম্ভীর্যতা দেখে সবাই থর থর করে কাঁপতে শুরু করতো। তাহিলে সেই শিক্ষকের  গাম্ভীর্যতা দেখে ভয় পাওয়া। এটা কি শিক্ষক এর ব্যক্তিত্ত্ব? এটা তার ব্যক্তিত্বের ভালো দিক কে পিরিস্ফুটিত করছে না। এটা একটা মানুষের ভালো ব্যক্তিত্ব হতে পারে না। ব্যক্তি মধ্যে নিহিত অন্ত:সত্তা হলো ব্যক্তিত্ব। ব্যক্তিত্ব হলো কোনো ব্যক্তির গুন বা quality কে বোঝাই। বিভিন্ন গুনের মিশ্রণ হলো ব্যক্তিত্ব। 
একজন ভালো ব্যক্তিত্বের মানুষ যে কোনো মানুষ কে প্রভাবিত করতে পারে। এখনে ও মানুষ ব্যক্তিত্ব কে কোন মানুষের Looks  বা সৌন্দর্য ভেবে গুলিয়ে দেয়। PERSONALITY এটা নয় যে তুমি কিরকম দেখতে হবে। পারসোনালিটি সেটাই যে তুমি কি রকম, সেটা চিত্রিত করবে। সুন্দর চেহারা থাকলে যে ব্যক্তিত্ব থাকবে এরকম নয়। পারসোনালিটি সবার পৃথক ও স্বতন্ত্র সত্তা কে নির্ধারিত করে, সেটা তোমার চেহারা, তোমার আচরণ, তোমার attitude বা দৃষ্টিভঙ্গি, তোমার শিক্ষা, তোমার দক্ষতা, তোমার গুন, মূল্যবোধ,  তোমার চরিত্র ইত্যাদি কে বোঝায়। তুমি কে এবং তুমি কি ভাবে বিভিন্ন পরিস্তিতিতে কিভাবে প্রতিক্রিয়া করো সেটা নির্ধারণ করে পারসোনালিটি। 
এখন প্রশ্ন এটা যে কি ভাবে নিজের Personality বা ব্যক্তিত্ব কে বাড়াবো? ব্যক্তিত্ব তখন ই ভালো হবে যখন তুমি সেটা কে অভ্যাসে পরিণত করবে।










১. ভালো শ্রোতা হতে হবে


শোনা ও ভালো শ্রোতা হওয়ার মধ্যে অনেক তফাৎ। শোনা অর্থে আপনি কানে শুনছেন কিন্তু আপনার মন অন্য কোথাও বিচরণ করছে, আর শ্রোতা হওয়ার অর্থ আমি দেহ, মন বর্তমানে উপস্তিত থেকে আপনি শুনছেন আর আপনি বিচার করছেন।
ভালো শ্রোতা না হলে কখনো ভালো বক্তা হওয়া যায়না। কিছু মানুষ আছে যাদের সঙ্গে কথা বলে এক মুহূর্ত অব্দি বসে থাকতে পারা যায় না। কেন? তারা এমন কি করে যে তাদের সামনে বেশি খন থাকা যায় না? ভেবেছেন কখনো? কারণ তারা অনুভূতি হীন ও অর্থ হীন কথা বলে, তারা নিজের কথাই বেশি বলে যায়। অন্যের কথা শুনতে চাওয়ার থেকে নিজের কথা শুধু বলে যায়। সে দেখতে বা বুঝতে চায় না যে সামনের ব্যক্তির কথা শুনতে ইচ্ছে আছে কি নেই! সে সর্বদা নিজে কেই দেখায়। আপনি সামনের ব্যক্তিকে আগ্রহের সহিত সক্রিয় ভাবে শুনুন, শেষে উত্তর দিন। সর্বদা সামনের ব্যক্তির পছন্দ, আসক্তি, শখ, পেশা সম্পর্কে প্রশ্ন করুন । যেগুলি তে তারা আগ্রহী।
ও সক্রিয়ভাবে শ্রোতা হও। যদি ভালোকরে শুনতে পারেন, তাহলে সম্ভব বাড়তে থাকে সেই কথা টাকে বোঝার। যখন কারোর কথা বুঝে কথা বলবেন তখন সেইকথার একটা ওজন থাকবে; যখন কথার ওজন থাকবে তখন সামনের ব্যক্তি শুনবে।



সঠিক শব্দ চয়ন করা


মানুষের শব্দের বাণীতে এতো টা ই শক্তি নিহিত আছে যে সে পুরো রাষ্ট্র নির্মাণ করতে পারে; আর চাইলে সম্পূর্ণ রূপে ধ্বংস করতে পারে। শব্দতে এতো টাই শক্তি আছে যেকোনো মানুষের মন জয় করতে পারে; আর চাইলে কেরোর জীবন ঘৃণায় ভরিয়ে দিতে পারে। বাণীর শক্তিতে আপনার জীবনের গভীর থেকে গভীরতম ক্ষত পূরণ করতে পারে ; সেরকম সুখে থাকা মানুষের জীবন তছনছ করেদিতে পারে। আপনার বাণীর উপরই নির্ভর করবে আপনি জীবনে সফল না অসফল হবেন, আপনি সম্মানিত না অপমানিত হবেন, কেউ আপনাকে ভালোবাসবে না ঘৃণা করবে, লোকে আপনাকে চাইবে , না আপনার থেকে দূরে চলে যাবে। এই সব কিছু আপনার বাণীর উপর নির্ভর করবে। কি বলবেন সেটাই যদি না জানেন তাহলে আপনাকে কঠিন পরিস্থিতি তে পড়তে হতে পারে।










নিজের আত্মসম্মান বৃদ্ধি করা


ক। যদি কোনো মানুককে আপনি আপত্তি জনক কথা বলেন তাহলে সে ব্যক্তি দূরে সরে যাবে। বা যদি কোনো মানুষ আপনাকে অপমান করে, আপনাকে মূল্য না দেয়, সম্মান না দেয়, আপনাকে অপমান করার জন্য আপনাকে নিয়ে খিল্লি করে তখন আপনি প্রথম বারেই তাদের আটকে দিন। এই পরিস্তি তে আপনি যদি কিছু না বলেন তাহলে আপনি তাদের ক্ষমতা কে বাড়তে দিচ্ছেন, আর এখানে আপনার ক্ষমতা কমছে।এটার পর ও তারা আপনার সাথে এরকম করতে পারে। যদি তুমি এরকম অনেক পরিমান সহ্য করে নিয়ে থাকো তাহলে তখন তোমাকে বাধ্য হয়ে রাগ দেখতে হয়।তখন নিজের সম্পর্কটাকে ও নষ্ট করতে হয়। এটা তোমার অবশ্যই মনে রাখা উচিত আত্মসম্মান বা self respect কতটা প্রয়োজন। এরকম পরিস্তিতি হলে আপনি প্রথম বারেই আপনি সেটা বন্ধ করে দেবেন। তুমি তোমাকে কতটা সম্মান করো সেটা ভেবে দেখো? আর যে মানুষ নিজেকে সম্মান করে তাকে সারা দুনিয়া সম্মান করে।
খ। Don't over value people.  ভুলে আপনি যখন অন্য মানুষকে নিজের জীবনের অধিক মূল্য দেন, নিজের সম্মান এর থেকে ও তাকে বেশি সম্মান করেন তখন সেই মানুষের কাছে নিজের মূল্য নীচে নেমে যায়। 










নিজের সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা গড়ে তুলুন

যদি আপনি কোন ভাবনা চিন্তা না করে কোনো সিদ্ধান্ত নিয়ে সেটা করে ফেলেন তাহলে আপনি কোন ব্যক্তির সাথে স্ট্রং রেলাশনশীপ গড়ে তুলতে পারবেন না। কোনো ব্যক্তির সাথে কথা বলার সময় আপনি আপনার স্বচ্ছ ধারণা রাখুন। সেটা  অনেক স্পষ্ট ও স্বচ্ছ ভাষায় হবে, সেখানে কোনো দ্বিধা করবেন না, সেখানে আপনি কোন কিছু লুকাবেন না। লুকালে সন্দেহ আসবে সেটা সামনের ব্যক্তি আপনা কে দেখেই বুঝে যাবে। এরকম হলে আপনি স্ট্রং RELATIONSHIP গড়ে তুলতে পারবেন না। 
সহজ ভাষায় আপনাকে সেখানে খোলামেলা স্বভাবের হতে হবে। কিছু মানুষ আছে যারা মানুষের সাথে খোলামেলা ভাবে মিশতে পারেনা। তারা নিজেকে মনেকরে লোকে তাদের পছন্দ করে না, তাদের কাওকে ভালোলাগে না। তারা বেশি বন্ধু ও করতে পারে না ও তারা মানুষের উপর ছাপ ফেলতে পারেনা।




ভালো পাঠক হতে হবে (Always be good lerner )


                    বাস্তবে তুমি যদি না পড়ো তাহলে তুমি ভালো কিছু শিখতে পারবে না। সফলতা সেখানেই আছে যেখানে পরিশ্রম আছে। সাফল্য বইয়ের মাধ্যমেই এগোয়। তুমি যতক্ষন না বইপড়া শুরু করবে ততক্ষণ না অবদি বড় কিছু করতে পারবে না, MLM ও সফল হতে পারবেন না।যতই পরিশ্রম করো। সফলতার জন্য অভ্যাস পরিবর্তন করতে হবে। পড়ার অভ্যাস করতে হবে। আমরা জানি বই আমাদের পরম বন্ধু।


নিজের Comfort zone থেকে বেরহও


প্রতিটি মানুুুষ তার নিজের Comfort জোনে থাকতে বেশি পছন্দ করে কিন্তু সাফল্য কমফোর্ট জোনের বাইরে থাকে।তুমি নতুন ভাষা শিখতে  চাইছো, কোনো বাদ‍্য‍ যন্ত্রতে করে সঙ্গীত শিখতে চাইছো, উপস্থাপনা দিতে শিখতে চাইছো, তুমি ভালো পাঠক হতে চাইছো, তুমি অঙ্ক শিখতে চাইছো, ভালো চিত্রকর হতে চাইছো, তাহলে তোমাকে কমফোর্ট জোন থেকে বেরহতে হবে। কোনো সম্পর্কে যুক্ত চাইছো তাহলে ও তোমাকে সেই জোন থেকে বের হতে হবে। নতুন কিছু শিখতে সব সময়েই তৈরি থেকো।  বেশির ভাগ মানুষ বাঁঁক নিচ্ছে  Online Business শেখার জন্য, সুুতোরং সেখানে তোমাকে অনেক Positive থাকতে হবে, ওপেন মাইন্ড attitude রাখতে হবে, আলিঙ্গন করতে হবে Challenge গুলো কে তবে তুমি তৈরি হতে পাারবে।




প্রত্যেক মানুষই তার নিজের সম্পর্কে শুনতে চায়, প্রত্যেক মানুষই চায় যে সবাই তার সঙ্গে কথা বলুক, তার প্রশংসা করুক। যদি তুমি উদাস মানুষের প্রশংসা করো, তাহলে তার মুখে হাসি ফুটবে। সব সময় নিজের কথা না বলে তাদের কথা বেশি শোনো। প্রশংসার অর্থ এটা নয় যে তুমি  নিজের স্বার্থসিদ্ধির জন্য মিথ্যা প্রশংসা করবে। প্রশংসার অর্থথ এটা নয় যে তুমি চাপলুশির সাথ নেবে। বিনা কারণে আপনি যদি কারোর প্রশংসা করেন, তাহলে আপনি কখনো সফল হতে পারবেন না। সেখানে আপনার মিথ্যা আর চাপলুশি স্পষ্ট দেখা যাবে।



সবসময় হাসিখুশি থাকবেন



যে মানুষ সবসময়ই দুঃখী ও উদাস থাকেন বা মুখ বিকৃতি থাকেন তাহলে এরকম ব্যক্তিত্ব কোন মানুষকে প্রভাবিত করতে পারে না। আপনি যখন কারো সাথে কথা বলবেন সব সময় হাসিখুশি থাকবেন। উদাস ব্যক্তি নিজের ওপরে রুষ্ট থাকে তাই তাঁরা তারা কি করে অন্যদের প্রভাবিত করবে! যে ব্যক্তি হাসিমুখে থাকে সে চাইতে বানা চাইতে অন্য মানুষদের আকর্ষিত করতে পারে। হাসি মুখ যুক্ত মানুষ যেকোনো উদাস মানুষের মুখে হাসি ফোটাতে পারে। তাঁকে প্রসন্ন করে তুলতে পারে। যোদি আপনি অধিকতর সময় প্রসন্ন থাকেন তাহলে আপনার বন্ধু, আপনার পরিবার, আপনার সাথে যুক্ত সঙ্গীসাথীরা আপনার সঙ্গে খুশি ও সর্বদা প্রশ্ন অনুভব করবে। এর দ্বারা আপনি প্রভাবশালী ব্যক্তিত্ব হতে পারবেন।


আত্মবিশ্বাসী হতে হবে


তুমি যাই করো যেকোনো ফিল্ডেই থাকো তোমার যদি আত্ববিশ্বাস না থাকে তাহলে তুমি কখনও সফল হতে পারবে না। তুমি অনেক কিছু জানো, তুমি ভালো সংগীত জানো, তুমি ভালো কথা বলতে পারো, কিন্তু তুমি যদি সবার সামনে আত্ববিশ্বাস নিয়ে বলতে না পারো, তাহলে এই অবিশ্বাসী তোমাকে বিফল করবে।

ক আত্মবিশ্বাস এর সাথে কথা বলা
খ আত্মবিশ্বাস এর সাথে উপস্থাপন করা
তুমি নিজেকে যেরমকম ভাবে বিশ্বাস করবে তুমি সেরকমই হবে।

সর্বদা সহজলভ্য হবেন না



মানুষ এমন স্বভাবের হয় যে জিনিস তার কাছে সব সময় থাকে তখন সে তার মূল্য দেয় না। যখন আপনি আপনার জীবনে কাউকে খুব স্পেশাল বানিয়ে নেবেন, যখন আপনি তার কাছে সবসময় এভেলেবেল থাকবেন ,তাহলে আপনি তার মাইন্ডে নিজের মূল্য কমিয়ে দিচ্ছেন। যখন বাস্তবে তার দরকার হবে তখন আপনি তার সাথদিন, পাশে থাকুন। এটার অর্থ এই নয় যে আপনি ছাড়া তার জীবনে কেউ নেই। যেটা আপনার বন্ধু বা কোনো আত্মীয়-স্বজন হোক বা কোনো প্রেমিকই হোক, মনে রাখবেন আপনার সম্মান আপনার হাতে।যদি আপনি আপনাকে সম্মান করেন, মূল্য দেন তাহলে দুনিয়া আপনাকে সম্মান করবে।


মনে রাখবেন সম্মান তাকেই করবেন যে আপনাকে সম্মান করে। মূল্য তাকেই দেবেন যে আপনাকে মূল্য দিতে জানে। যে আপনাকে মূল্য দেয় না তাকে মূল্য দেওয়ার কোন দরকার নেই।

শারীরিক ভাষা শেখা

তুমি কি বলছ সেটার গুরুত্বপূর্ণ নয়, তুমি কিভাবে বলছো সেটা বেশি গুরুত্বপূর্ণ। কারন মানুষ মুখে 20% কথা বলে বাকি 80% তার শারীরিক ভাষার মধ্যে বোঝা যায়, যে সে কতটা সত্য বলছে বা মিথ্যা বলছে।শারীরিক ভাষা ব্যক্তিত্বের প্রয়োজনীয় একটা একটা অংশ। শারীরিক ভাষার মধ্যে প্রথমে আসে মুখ, হাত, তারপর আসে পা, তারপর আসে বাহু। মানুষ যখন খুব খুশি থাকে বা যখন কোন একটা ম্যাচ জেতার পর তার শারীরিক ভাষার মাধ্যমে বোঝা যায় যে সে কতটা খুশি, তার পা গুলোকে দেখে বোঝা যায় যে সে কত উৎফুল্ল।সেরকম যখন কোন মানুষ খুবই দুঃখিত থাকে তখন তার শারীরিক ভাষা দেখে বোঝা যায় যে সে কতটা উদাস,তার পা গুলো তখন জড়োসড়ো থাকে। যখন কোন ব্যক্তি কোন কিছু চুরি করে, সে তখন সে একরকম আচরণ করে, একরকম ভাবে হাটে, তার হাত গুলো সেরকম ভাবে দেখে বোঝা যায় যে কিছু নিয়েছে।তার মধ্যে একটা ভয়ের লক্ষণ দেখা যায়।যেটাকে নার্ভাসনেস বলা যায়। তুমি যদি কখনো কোনো ইন্টারভিউ হয়ে যাও তো এটাও হতে পারে যে তুমি ভয় পেয়ে অনেকটা নার্ভাস হয়ে গেছো, ঠিকমতো কথা বলতে পারছ না, হাত গুলো জড়ো করে আছো, তো এটা তো স্পষ্ট যে তোমার বডি ল্যাংগুয়েজ দেখে বোঝা যাবে যে তুমি কতটা কনফিডেন্ট বা আত্মবিশ্বাসী। তুমি কার সঙ্গে কতটা কথা বলতে আগ্রহী সেটা তোমার শারীরিক ভাষার মাধ্যমেই ফুটে উঠবে। শারীরিক ভাষার আর একটা অংশ হলো চোখ। যাকে মনের আয়না বলা হয়। ধরে নেওয়া যাক তুমি একটা ক্লাসে আছো, টিচার তোমাকে পড়া ধরাবেন, কিন্তু তুমি জানো যে তুমি সে পড়াটা মুখস্থ করোনি কিন্তু শিক্ষক যখন তোমাকে জিজ্ঞাসা করবে তোমাকে কি দেখে সে সময় বোঝা যাবে না ! যে তুমি পড়া করে এসেছো কি আসোনি? তাই মিথ্যা কথা বলার সময় স্যার মুখ দেখেই বুঝতে পারবে কথাটা সত্যিকারে বলছো। তুমি কথা বলে দেখানোর জন্য যে ভান করো সেটাও সেটাও শারীরিক ভাষার মাধ্যমে সত্যটা বোঝা যায়।


I hope you have like this article on PERSONALITY DEVELOPMENT tips. Do share your views, feedback or suggestion that we can add up in this article 😊. I would have to read your comments.

আপনারা আপনাদের মন্তব্য জানাবেন। আমার এই page টা share আর subscribe করবেন এরকম অনেক কিছু জানতে। page টা share করবেন যাতে অনেক মানুষ এটা পরে উপকৃত হয়।তারা যাতে নিজের সমস্যা থেকে নিজেকে বের কোরতে পারে, নিজেকে চিনতে পারে, নিজেকে motivate করতে পারে। এটা share করে অনেক মানুষের কাছে পৌঁছে দিন, যাতে তারা ও এটা পরের help  পায়।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মুর্খ মানুষ দের চেনের কিছু লক্ষণ। Murkho manush der chener upai

CRASH and LOVE

প্রেষণা বা Motivation কি? প্রেষণার চক্র! প্রেষণার তত্ত্ব -