Mother's day শুভ মাতৃ দিবস
![ছবি](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgnTkSoqRTB-6cMLBVjl1uA3QWYkPmQHO7ai5g37ztJ3o_l-2SzbEaUOmNAiPT3A1dbFeyn23Q2vzHljv1A6danAtW3kIJCyVIjIDIFl2dpe9d0WQjq8Epp8y8UVLnP5cBHaRqcfeulfOY9/s320/Screenshot_20200510-192921-02.jpeg)
মা দিবস মা শব্দ তা ছোট হলে ও তার গভীরতা ব্যাপক। মা র কাছে তার ছেলে ই শ্রেষ্ঠ। আর একজন ভক্ত এর কাছে তার মা এ শ্রেষ্ঠ। এক মা হয় জন্মদাত্রী আর এক মা হয় জাগতধাত্রী। সময় এর সাথে সাথে সবার ভালোবাসা ফুরিয়ে যায় কিন্তু মা র ভালোবাসা ফুরাইনা। মা মানে মমতা,ক্ষমতা, নিরাপত্তা,আশ্রয়দাতা,বিশ্বাস,নিশ্চয়তা,সকল আশা আর বুকভরা ভালোবাসা। মা এর চেয়ে সহজ আর গভীর কিছু অনুভূতি নেই। যখনই আপদ বিপদ অসুখ হয় তখন মা কে মনেপরে। প্রথম 1911 সালের মে মাসের দ্বিতীয় রবিবার আমেরিকাজুড়ে ‘মাদারিং সানডে’ নামে একটি বিশেষ দিন উদযাপন করা হয়। 1912 সালে আমেরিকা Mother's day পালন এর জন্য May মাস এর ২য় রবিবারে মা দিবস শব্দ বন্ধের বহুল প্রচার করে। 1914 সালে আমেরিকার প্রেসিডেন্ট উড্রো উইলসন দিবসটিকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেন। উইপিডিয়া মতে এটা প্রাচীন গ্রিসএ মা দিবস পালন শুরু হয়। উত্তর আমেরিকা ও ইউরোপে এই বিশেষ দিনে সরকারি ছুটি পালন করে। এরপর পৃথিবীর দেশে দেশে মা দিবসটি পালনের রেওয়াজ ছড়িয়ে পড়ে। পৃথিবীর সব দেশেই মা শব্দটিই কেবল সর্বজনীন। মা প্রথম কথা বলা শেখান বলেই মায়ের ভাষা হয় মাতৃভাষা। মা হচ্ছেন মমতা-নিরা...