Ktha boler skill কথা বলার কৌশল
কথার মধ্যেই লুকিয়ে আছে জীবনের সফলতা আর ব্যর্থতা
কথা বলতে শেখা কেন জরুরি I কথা বলার মধ্যে লুকিয়ে আছে সফলতা l কথা বলার মধ্যেই লুকিয়ে আছে ব্যর্থতা l সম্পর্ক টিকে থাকা আর সম্পর্কের বিচ্ছেদ একটা কথাই l কথাতেই বড় বড় সমস্যার সমাধান হয় আর একটা কথাতে হয় যুদ্ধ ,সুতরাং এটা বোঝা যাচ্ছে যে সঠিক কথা বলা কতটা জরুরী প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে l কথা তো সবাই বলে কিন্তু গুছিয়ে কথা বলা এটা অনেক জরুরী l কথা বলা শেখাটাও একটা দক্ষতা l আমাদের মনের ভাব ঠিকমত প্রকাশ করায় ভাষা l
1. তাই কেউ কথা বললে আমরা তার কথাটায় না শুনে আমরা নিজের কথায় তার কাছে তুলে ধরি সব সময় l এর ফল হিসেবে সামনে বালা ব্যক্তি আমাদের উপর গুরুত্ব দেয় না ,কারণ আমরা প্রথমেই যে ভুলটা করে ফেলেছি যে তার কথা গুলো আমরা শুনিনি তাই প্রথমে সামনের ব্যক্তির কাছে গুরুত্ব পেতে হলে তার কথাটা প্রথমে মন দিয়ে শুনতে হবে, তবে সেখানেও নিজের কথাটা না বলাই শ্রেয় l সামনে বলা ব্যক্তি কে তার পেশা, কেরিয়ার ,ভালোলাগা ইত্যাদি বিষয়ে প্রশ্ন করে জেনে নিলে সেটা বেশি ভালো দেখায় , কারণ এর ফলে সামনের বালা ব্যক্তি তোমার ওপর গুরুত্ব বেশি দেখাবে l আর তার মনে যতক্ষণ না উদ্বেগ জন্মায় তোমার বিষয় জানার ততক্ষণ না পর্যন্ত নিজের বিষয় না বলাই ভালো l যখন সে জানতে চাইবে তখনই তুমি নিজের বিষয় তার সামনে তুলে ধরবে l
2. প্রত্যেক মানুষই অন্ত ব্যক্তিগতভাবে কমিউনিকেশন স্কিল বা যোগাযোগ এর দক্ষতা ব্যবহার করি |আমাদের ঘরে পরিবারের সঙ্গে, আমাদের কাজের জায়গায়,আমাদের স্কুল, কলেজে, বিভিন্ন বন্ধু বান্ধবীর সাথে, টেলিফোনে, অ্যামাজন কিংবা ফ্লিপকার্টে কোন কিছু অর্ডার দেওয়ার সময় আমরা কমিউনিকেশন স্কিল ব্যবহার করি l আন্ত ব্যক্তিগত বা ইন্টার পার্সোনাল কমিউনিকেশন আমরা সম্পর্ক স্থাপনের জন্য ব্যবহার করি l ব্যক্তিগত বিজনেস এর জন্য ব্যবহার করি, অন্যেরা আমাদেরকে সম্মান করবে কিনা না ছেড়ে যাবে সেটা কিন্তু নির্ভর করে আন্ত ব্যক্তিগত যোগাযোগ এর ওপর l কিন্তু নির্ভর করে আমাদের শারীরিক ভাষা এবং কথ্য ভাষার উপর | (যেটাকে non-verbal ফেসিয়াল এক্সপ্রেশন আদার বডি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ফিজিক্যাল স্পেস বলছে l) মনে রাখবে কমিউনিকেশন বা যোগাযোগ হল একটা সংক্রামক এটা যত লোকের মধ্যে ছড়াবে তোমার কাজ কিন্তু ধীরে ধীরে হবে এবং এটাই হলো জীবনের রাস্তা সুতরাং তুমি নিজেই ঠিক করবে তোমার যোগাযোগ বা কমিউনিকেশন কেমন হবে l এটা কোন ব্যাপার না যে তুমি কি বিশ্বাস করো এটা পরিষ্কার করে যে তুমি কি বুঝেছো এবং এটা হবে সম্মানজনক এবং যেটা সবাই পড়তে পারবে এবং শিখতে পারবে l
এর পরের অংশ আমি আবার জলদি প্রকাশ করতে চলেছি ,ধন্যবাদ অসংখ্য.......|
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন