বর্তমানে খুশি থাকতে কি করবে
![ছবি](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg3yiSn9cUS7BxrgKPWz195dXcIA2ZWUL9h3s8V2dH6H3AQL5FQ6rwKjY2qoqnfkpuGzfiS_cID4P2UnSFD6Qcd0dqXuCKJDhtehJzK05atYq5lyoiQmXVpU2Pik2UuTNM5saP_QXWXMKBU/s320/road-fashion-man-sunglasses-4412524.jpg)
খুশি থাকার কিছু টিপ্স জীবনে খুশি থাকতে হলে কিছু বাস্তবতাকে স্বীকার করতে হবে আমাদের। খুশি এমন একটা শব্দ যেটা প্রত্যেক মানুষ খুঁজে। আর যেখানে খুশি পাই এখনই মানুষ থাকতে চাই। এই খুশির চাহিদার জন্য মানুষ অনেক কিছু করে। মানুষ খুশির চাহিদার জন্য নতুন সম্পর্ক গড়ে তোলে, পুরানো সম্পর্কে নষ্ট করে। মনের সামান্য খুশির জন্য মানুষ অনেক নীচে নেমে যায়, তার চেহারার মুখোশ খুলে যায়। খুশি একটা মুহূর্তের জন্য আসে, আবার দুঃখ ও একটা মুহূর্তের জন্য আসে। দুটিই অস্থায়ী। মানুষ সবসময় নিজেকে খুশি রাখতে চাই কিন্তু সেটাও আবার নিজকেন্দ্রিক না হয়ে সেটা অন্য ব্যক্তির উপর নির্ভর হয়ে থাকে। বর্তমানে খুসিকে আমরা বাইরে খুঁজি, আমরা নিজের অন্তরে খুঁজি না। খুশি তো অভ্যন্তরীণ ও অস্থায়ী এই কঠিন বাস্তব কে আমরা বুঝতে চায় না। যে যেতে চায় তাকে যেতে দাও, এখন জোর করে তো আর সম্পর্ক টেকানো যায় না। দরকার নয় যে কিছু ভাঙতে গেলে পাথরই মারতে হবে একটু অন্যরকমভাবে বললেও অনেককে অনেক কিছু ভেঙে যায়। যদি এই পৃথিবীতে খুশি থাকতে হয় তাহলে একটা কথা মনে রাখবে যে তোমার কান্নাতে, তোমার দুঃখে কখনো কারো কিছু এসে যাবে না। প্রত্যেক ব্যক্তি সেই ব্যক...