Samasya o samadhan
![ছবি](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhiIFN8l0as8OFYK-tQWY-X0mmTlSL4SsUbeLbjyAAt-m3dwr8hS1ycMyRkprshp0DELmeWn9GCrHcWQvRuk5Ydobfu0OtgNxWTLq0i0rGqsMXcauaObj5DbTrUm8ppdMxdZAxptf7sQtMb/s1600/1590655349961558-0.png)
সমস্যা ও সমাধান জীবনে সমস্যা না থাকলে বুঝে নিও তুমি অকেজো হয়ে গেছো।তুমি মৃতের সমান। তুমি কিছু করতে চেষ্টা করছো না। সমস্যা আছে তো জীবন আছে। যতদিন বেঁচে থাকবে তত দিন সমস্যা থাকবে। সমস্যা জীবনের সঙ্গে চলবে। ভগবান তোমাকে সেইপরিমানই সমস্যা দেবে যেটা তুমি সহ্য করতে পারবে। যদি সমস্যা কেই ভয় পাও তাইলে সমস্যাই তোমার জীবন নষ্ট করবে। তুমি যদি সমস্যার কথাই চিন্তা করো,তাহলে তোমার চোখ সমস্যাই দেখতে পাবে। আর যদি সমাধান দেখো তাইলে তুমি রাস্তা দেখতে পাবে। প্রত্যেক মানুষের তার নিজের জীবনে বিভিন্ন সমস্যা থাকে তাকে সেটা নিয়েই চলতে হয়। কিন্তু এখন একটা বড় বিষয় যে তুমি সমস্যা কে বয়ে নিয়ে চলবে, না সমস্যার সাথে লড়াই করবে? কোনটা তোমার কাছে শ্রেষ্ট উপায় হবে? মহান মহান লোকেরা বলে গেছে যে সমস্যার মধ্যেই সমাধান থাকে। প্রসূন আমার বন্ধু । সে খুবভালো গান করতে পরে; সে খুব খোলামেলা। মানুষের সাথে মিশতে খুব ভালোবাসে। বাবার একমাত্র সন্তান তিনি, তার বাবা খুব কষ্টে তাকে স্নাতকোত্তর পাস করিয়াছে। ছেলের জন্য তার বাবা খুব চিন্তা করে। তার একমাত্র আশা যে তার ছেলে যেন চাকরি করে। কিন্তু সময় টা তা...