Samasya o samadhan

সমস্যা ও সমাধান

জীবনে সমস্যা না থাকলে বুঝে নিও তুমি অকেজো হয়ে গেছো।তুমি মৃতের সমান। তুমি কিছু করতে চেষ্টা করছো না। সমস্যা আছে তো জীবন আছে। যতদিন বেঁচে থাকবে তত দিন সমস্যা থাকবে। সমস্যা জীবনের সঙ্গে চলবে। ভগবান তোমাকে  সেইপরিমানই সমস্যা দেবে  যেটা তুমি সহ‍্য করতে পারবে। যদি সমস্যা কেই ভয় পাও তাইলে সমস্যাই তোমার জীবন নষ্ট করবে। তুমি যদি সমস্যার কথাই চিন্তা করো,তাহলে তোমার চোখ সমস্যাই দেখতে পাবে। আর যদি সমাধান দেখো তাইলে তুমি রাস্তা দেখতে পাবে।
প্রত্যেক মানুষের তার নিজের জীবনে বিভিন্ন সমস্যা থাকে তাকে সেটা নিয়েই চলতে হয়। কিন্তু এখন একটা বড় বিষয় যে তুমি সমস্যা কে বয়ে নিয়ে চলবে, না সমস্যার সাথে লড়াই করবে? কোনটা তোমার কাছে শ্রেষ্ট উপায় হবে? 
মহান মহান লোকেরা বলে গেছে যে সমস্যার মধ্যেই সমাধান থাকে। প্রসূন আমার বন্ধু । সে খুবভালো গান করতে পরে; সে খুব খোলামেলা। মানুষের সাথে মিশতে খুব ভালোবাসে। বাবার একমাত্র সন্তান তিনি, তার বাবা খুব কষ্টে তাকে স্নাতকোত্তর পাস করিয়াছে। ছেলের জন্য তার বাবা খুব চিন্তা করে। তার একমাত্র আশা যে তার ছেলে যেন চাকরি করে। কিন্তু সময় টা তার সঙ্গে সাথ দিচ্ছিল না। আর বলে ভাগ্যটা ভালো নয় এখন। সব ভাগ্যের দোষ। আর প্রসূন এর একটা বড় সমস্যা যে সে চাই ভালো বক্তা হতে। সে কিছু বুঝে উঠতে পারছিল না যে সে কিভাবে ভালো বক্তা হয়ে উঠতে পারবে? সে এটা ভাবে নি যে এটা তার কাছে অসম্ভব। সে দিনের পর দিন চেষ্টা করে ছিল; সেটা নিয়ে পড়াশুনো ও করতে শুরু করে ছিলো। যদি সে তার বাবার মতন চিন্তা করতো তাইলে হয়তো তাকে সবাই এখন বড় চাঁনেলে দেখতে পেতো না। কেউ সমস্যা কে বেশি গুরুত্ব দেয় আর কেও সমাধান কে।
সমস্যা না থাকলে ভগবান কে বলা উচিত যে তাকে অনেক অনেক সমস্যা দিতে। সমস্যা না থাকলে জীবনে মজা নাই।  একটা মানুষ কে তার পেট ভরাতে রোজ সংঘর্ষ করতে হয়। কিছু হচ্ছে না , হবে না বলে বসে থাকলে একদিন এটাই সত্যি হয়ে যাবে। কিছুই হবে না। সমস্যার মূলে আমরা, সমাধানের মূলে ও আমরা।
সমস্যা কে দেখে যদি হার স্বীকার করে নাও তাহলে জীবন মৃতের সমানই হয়ে যায়। ভগবান এমন কোনো কঠিন সমস্যা দেয়না যেটা তুমি করতে পারবে  না।

পরেশ
পরবর্তী অংশ প্রকাশিত হবে।

আপনারা আপনাদের মন্তব্য জানাবেন। আমার এই page টা share আর subscribe করবেন এরকম অনেক কিছু জানতে। page টা share করবেন যাতে অনেক মানুষ এটা পরে উপকৃত হয়।তারা যাতে নিজের সমস্যা থেকে নিজেকে বের কোরতে পারে, নিজেকে চিনতে পারে, নিজেকে motivate করতে পারে। এটা share করে অনেক মানুষের কাছে পৌঁছে দিন, যাতে তারা ও এটা পরের help  পায়।



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মুর্খ মানুষ দের চেনের কিছু লক্ষণ। Murkho manush der chener upai

CRASH and LOVE

প্রেষণা বা Motivation কি? প্রেষণার চক্র! প্রেষণার তত্ত্ব -