প্রকৃতর কাছে হার মানতে বাধ্য মানুষ
মহামারী থেকে রক্ষা
১১ই মার্চ,২০২০;
গত বছরের ডিসেম্বরে চীনের উহান এর হুবেয় থেকে ছড়াতে শুরু করে নিউমোনিয়া সাদৃশ্য করোনা ভইরাস। এই করোনা ভইরাস এর কারনে সারা পৃথিবী তে ৪,০৯৫,৩৮৩ লক্ষর বেশি মানুষ এর মৃত্যু হয়েছে।
যার টিকা এখনও তৈরি হলো না।কত ডাক্তার ও এখন এই রোগের স্বীকার। তবুও মানুষের প্রচেষ্টা এই রোগের বিরুদ্ধে লড়াই করে সাফল্য লাভের চেষ্টা।এই রোগের বিরুদ্ধে লড়াই করতে অস্ত্র শস্ত্র লাগে না, এই রোগ তো চোখে ও দেখা যাই না। যেহেতু এই রোগ অদৃশ তখন মহান অর্থনীতিবিদ ও রাজনীতিবিদ চাণক্যর কথা মনে পড়ে যায়। তার উক্তি - " শত্রু যখন অদৃশ তখন নিজেকে লুকিয়ে ফেলা ভালো।" সেরকম মানুষ নিজেকে ঘরের মধ্যে বন্দি(লোক ডাউন) করে নিয়েছে।
আজ ডাক্তার,পুলিশ,সেনা,নার্স,বিভিন্ন সামাজিক কর্মী করোনা ভইরাস এর মতন প্রাকৃতিক অভিশাপ এর কাছে হার মানছে। মানুষ প্রকৃতি কে আয়ত্ত্ব করতে চেয়েছিল কিন্তু এটা প্রকৃতি! মানুষ প্রকৃতির থেকে বড় নয়, প্রকৃতি এ সৃষ্টি কর্তা প্রকৃতিই সর্ব শক্তিমান আর প্রকৃতিই বিনাশ কর্তা এটা বুজিয়ে দিলো।প্রকৃতি কে নিয়ে খেলা করলে প্রকৃতি ও আমাদের নিয়ে ছিনিমিনি খেলবে। এটা বাস্তব প্রকৃতি নিজেকে নিজের মতন গুছিয়ে নিতে সক্ষম।
আজ ভারতে ও মৃতের সংখ্যা কম নয়। ভারতে মৃতের সংখ্যা ৬৭,১৬১ জন। তাই আমাদের কে এই রোগের বিরুদ্ধে লড়তে গেলে সবাই কে সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। সরকার lock down বন্দ করলে ও আমাদের কে এটা মেনে চলতে চলতে হবে। আমরাই পারি পরবর্তী প্রজন্ম কে সুরক্ষিত করতে।
- পরেশ
আপনারা আপনাদের মন্তব্য জানাবেন। আমার এই page টা share আর subscribe করবেন এরকম অনেক কিছু জানতে। page টা share করবেন যাতে অনেক মানুষ এটা পরে উপকৃত হয়।তারা যাতে নিজের সমস্যা থেকে নিজেকে বের কোরতে পারে, নিজেকে চিনতে পারে, নিজেকে motivate করতে পারে। এটা share করে অনেক মানুষের কাছে পৌঁছে দিন, যাতে তারা ও এটা পরের help পায়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন