Fake love and real love সত্য ও মিথ্যা ভালোবাসা

Fake love and real love


ভালোবাসা কিরকম হলে তুমি সম্পর্ক রাখবে? আর রাখবে না?

কারোর সাথে সম্পর্কে জড়ানোর আগে নিচের ৯ টি কথা ভালোকরে দেখবেন

কখনো তোমার জীবনে এমন সম্পর্কে জড়িয়ে যাও যেটা তোমার জীবন কে সুন্দর করে গড়ে তোলে, আর কখনো তোমরা এমন সম্পর্কে জড়াতে হয় যেখানে আপনাদের জীবনে বিষাদে ভরিয়ে দেয়। তাই কারোর সাথে সম্পর্কে জড়ানোর আগে নিচের ৯ টি কথা ভালোকরে দেখবেন।যাতে করে তুমি সঠিক না বেঠিক সম্পর্কে যুক্ত আছো সেটা বুজতে পারো। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন,তুমি যদি কাউকে ভালোবাস,তবে তাকে ছেড়ে দাও। যদি সে তোমার কাছে ফিরে আসে,তবে সে তোমারই ছিল।আর যদি ফিরে না আসে,তবে সে কখনই তোমার ছিল না। 

1. You are always confused they love you or not and what is your place feeling in there life. আপনি সবসময় confuse থাকেন যে সে আপনাকে ভালোবাসে কি না? আর তার জীবনে আপনার জায়গা কোথাই ? তার কি আপনার জন্য কোনো অনুভূতি আছে ? জখন আপন বুজতে পারবেন না যে সেই ব্যক্তির জীবনে আপনার জায়গা কোথাই তো সেখানে সেখানে আপনার থাকা উচিত হবে না।



2. You are not there priority.  যখন আপনি কোনো মানুষের জীবনে Priority  না হন ততখন আপনি সেই মানুষের জীবনে ভালোবাসা হতে পারবেন না।যদি আপনি ওই ব্যক্তির জীবনে সঠিক জায়গা বানাতে না পারেন তাহলে ভালোবাসা কোথা থেকে হবে।


3.They disrespect you. সে যদি আপনাকে সম্মান না করে আপনার feeling বা অনুভূতি, আপনার ভালোবাসাকে সম্মান দিতে না পারে তো সেখানে ভালোবাসা কি করে থাকবে। সেখানে আপনার থাকা উচিত হবে না।

4. সে যখন সময় কাটাতে চাইবেনা যদি কারোর কাছে সময় চাইতে হয়, ও আপনাকে নিজের থেকে সময় না দেয় আপনার সাথে সময় কাটাতে না চায়। তার অর্থ সেই ব্যক্তির হৃদয়ে আপনার জন্য কোনো জায়গা নেই। চুপচাপ সেই সেই জায়গা থেকে হাসতে হাসতে বেরিয়ে পড়ুন।


5. যদি সে ব্যক্তি যদি নিজের ভালোবাসা কখনো জাহির না করে,যে সে আপনা কে কতটা চাই। সেখানে আপনার ক্রেজ দেখানোর কোনো প্রয়জন নেই।

6. যদি কোনো ভালোবাসার সম্পর্ক আপনাকে খুশির থেকে দুঃখ বেশি দেয়, তখন বুঝে যাবেন আপনি ভুল সম্পর্কে জড়িয়ে আছেন।


7. যখন দেখবেন যে সে তার জীবন নিয়ে খুশিতেই আছে, যখন আপনি তার সাথে থাকেন বা না থাকেন তার জীবনে কোন গুরুত্বই থাকে না। আপনি থাকেন বা না থাকেন এটা তার জীবনের কোন ফারাকই পরে না, সেখানে আপনার থাকা উচিত হবে না।


8. যদি এরকম মনে হয় যে আপনি তার কাছে বিশেষ(special) কেও না, এটা অনুভব করেন যে আপনি তার জীবনে কিছুই নাও। এটার অর্থ আপনি তার জীবনে কিছু জায়গা বানাতে পারো নি।

9. যদি সে নিজের তরফ থেকে কোনো চেষ্টাই না করে সম্পর্ক টিকিয়ে রাখতে, যাতে করে সেই সম্পর্ক কখনো না ভাঙ্গে, সম্পর্ক যাতে সবসময় চলতে থাকে, সম্পর্ক জুড়ে থাকে। যদি তার চেষ্টা থাকে সম্পর্ক কে সব সময় ভাঙার, কখনো জোড়ার চেষ্টা করে না। এটার জন্য কাউকে দোষ দেবেন না। কেউ কারোর জীবনে জোর জবরদস্তি জায়গা তৈরি করতে পারেনা। 








যেটা নেই সেটা (accept) গ্রহণ করো। যদি সম্পর্ক ভালো থাকতো সেখানে আপনি দুঃখী থাকতেন না, আপনি খুশি থাকতেন। আপনি সম্পর্ক ভাঙার কথা কখনো ভাবতেন না।      


            

একটা সম্পর্ক দুটি মানুষের সাথে হয়। একহাতে তালি বাজে না। যদি সম্পর্কে আপনি শুধুই দিয়ে যাচ্ছেন পরিবর্তে কিছু পাচ্ছেন না। পাচ্ছেন তো শুধু কষ্ট, শুধু একাকীত্ব, শুধু অস্বস্তিকর চিন্তা। তাহলে সে সম্পর্ক সম্পর্ক নয়, বুঝে নাও সেটা কি? যে সম্পর্কে আপনি আপনার সমস্ত কিছু দিয়েছেন, যেখানে আপনার শান্তি অনুভূতি না হয়। সেখানে আপনি স্থির থাকতে পারেন না।আপনি করছেন সবই কিন্তু পরিবর্তে কিছু পাচ্ছেন না। তো সে সম্পর্ক কে শেষ হয়ে যেতে দাও। সেটার কোনো  স্থায়ীত্ত্ব নেই। সেখানে আপনি একা আছেন, সামনের বালা নেই।









পরেশ। ধন্যবাদ।
আপনারা আপনাদের মন্তব্য জানাবেন। আমার এই page টা share আর subscribe করবেন এরকম অনেক কিছু জানতে। page টা share করবেন যাতে অনেক মানুষ এটা পরে উপকৃত হয়।তারা যাতে নিজের সমস্যা থেকে নিজেকে বের কোরতে পারে, নিজেকে চিনতে পারে, নিজেকে motivate করতে পারে। এটা share করে অনেক মানুষের কাছে পৌঁছে দিন, যাতে তারা ও এটা পরের help  পায়।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মুর্খ মানুষ দের চেনের কিছু লক্ষণ। Murkho manush der chener upai

CRASH and LOVE

প্রেষণা বা Motivation কি? প্রেষণার চক্র! প্রেষণার তত্ত্ব -