শিবরাত্রি অন্য সকল জয়ন্তীর মধ্যে সর্বোত্তম
*শিবরাত্রি* অন্য সকল জয়ন্তীর মধ্যে সর্বোত্তম 🌻🌻 *শিবরাত্রি* অন্য সকল জয়ন্তীর থেকে সর্বোত্তম কারণ, এ হলো সমস্ত সৃষ্টির সমস্ত মনুষ্য আত্মার পারলৌকিক পরমপিতা পরমাত্মার দিব্য জন্ম বা অবতরণের দিন, আর সকলের মুক্তি এবং জীবনমুক্তিরূপী সর্বশ্রেষ্ঠ প্রাপ্তির স্মরণের দিন l অন্য সকল জন্মোৎসব মনুষ্য আত্মা বা দেবতাদের জন্মদিনের স্মরণে পালন করা হয়, সেখানে শিবরাত্রি মানুষকে দেবতা বানানোর জন্য, দেবেরও দেব, ধর্মপিতারদেরও পিতা, পরমপিতা, একমাত্র সদ্গতিদাতা, পরমপ্রিয় পরমাত্মার দিব্য এবং শুভ জন্মের স্মরণোৎসব l *পরমাত্মার সম্পূর্ণ পরিচয়* 💥 *নাম* --- সদাশিব, GOD, আল্লাহ, বাহেগুরু, জেহবা, সবার মালিক এক, সিদ্ধশিলাপতি l 💥 *স্বরূপ* --- অতি সূক্ষ্ম দিব্য জ্যোতির্বিন্দু, নূর, প্রকাশ, লাইট l 💥 *যোগ্যতা* -- সর্ব ধর্ম মান্য, সর্বোচ্চ, সর্বোপরি, সর্বজ্ঞ, সর্ব গুণে অনন্ত, সর্বশক্তিমান l 💥 *নিবাসস্থান* --- ব্রহ্মলোক, পরমধাম, নির্বাণধাম বা মুক্তিধামের নিবাসী ঈশ্বর l 💥 *কর্তব্য* ---- অধর্মের নাশ আর সত্যধর্মের স্থাপনা করা l...