শিবরাত্রি অন্য সকল জয়ন্তীর মধ্যে সর্বোত্তম
*শিবরাত্রি* অন্য সকল জয়ন্তীর মধ্যে সর্বোত্তম 🌻🌻
*শিবরাত্রি* অন্য সকল জয়ন্তীর থেকে সর্বোত্তম কারণ, এ হলো সমস্ত সৃষ্টির সমস্ত মনুষ্য আত্মার পারলৌকিক পরমপিতা পরমাত্মার দিব্য জন্ম বা অবতরণের দিন, আর সকলের মুক্তি এবং জীবনমুক্তিরূপী সর্বশ্রেষ্ঠ প্রাপ্তির স্মরণের দিন l অন্য সকল জন্মোৎসব মনুষ্য আত্মা বা দেবতাদের জন্মদিনের স্মরণে পালন করা হয়, সেখানে শিবরাত্রি মানুষকে দেবতা বানানোর জন্য, দেবেরও দেব, ধর্মপিতারদেরও পিতা, পরমপিতা, একমাত্র সদ্গতিদাতা, পরমপ্রিয় পরমাত্মার দিব্য এবং শুভ জন্মের স্মরণোৎসব l
*পরমাত্মার সম্পূর্ণ পরিচয়*
💥 *নাম* --- সদাশিব, GOD, আল্লাহ, বাহেগুরু, জেহবা, সবার মালিক এক, সিদ্ধশিলাপতি l
💥 *স্বরূপ* --- অতি সূক্ষ্ম দিব্য জ্যোতির্বিন্দু, নূর, প্রকাশ, লাইট l
💥 *যোগ্যতা* -- সর্ব ধর্ম মান্য, সর্বোচ্চ, সর্বোপরি, সর্বজ্ঞ, সর্ব গুণে অনন্ত, সর্বশক্তিমান l
💥 *নিবাসস্থান* --- ব্রহ্মলোক, পরমধাম, নির্বাণধাম বা মুক্তিধামের নিবাসী ঈশ্বর l
💥 *কর্তব্য* ---- অধর্মের নাশ আর সত্যধর্মের স্থাপনা করা l
☀☀ রামেশ্বরে শ্রীরাম শিবের পূজা করেছিলেন, শ্রীকৃষ্ণও শিবের পূজা করেছিলেন গোপেশ্বরে l
🔥 *শিব আর শঙ্কর দুজন আলাদা*
🌻 শিব হলেন নিরাকার জ্যোতির্লিঙ্গম আর শঙ্কর আকারী দেব পুরুষ l
🌻 শিব হলেন সদাশিব অর্থাৎ সদা কল্যাণকারী l শঙ্কর হলেন বিনাশকারী দেবতা l বলা হয়, শঙ্করের যখন তৃতীয় নয়নের উন্মোচন হয়েছিলো, তখনই মহাবিনাশ হয়েছিলো l
🌻 ভারতে শিবরাত্রি পালন করা হয়, শঙ্কররাত্রি বলা হয় না l
🌻 শঙ্করকে সবসময় ধ্যানমুদ্রায় দেখানো হয় ---- তিনি শিবের ধ্যান করেন l সেই কারণেই তাঁর সামনে শিবলিঙ্গ দেখানো হয় l
🌻 শিব পরমাত্মা হলেন জ্যোতির্লিঙ্গ স্বরূপ, সেখানে শঙ্করকে গৃহস্থ ধর্মে দেখানো হয়, সঙ্গে মাতা পার্বতীর পুত্র গণেশ আর কার্তিককেও দেখানো হয় l
🌻 যখন মন্ত্র দেওয়া হয় ---- তখন "ওঁ নম: শিবায় মন্ত্র দেওয়া হয়, ওঁ নম: শঙ্করায় বলা হয় না l
জ্যোতির্লিঙ্গম শিবকে গুরু নানক *এক ওঙ্কার* যীশুখৃষ্ট *গড জেহবা* মহম্মদ *পয়গম্বর* মহাবীর *আরিহন্ত* বুদ্ধ *দিব্য জ্যোতি* বলে উদ্ধৃত করেছেন l
পরমাত্মাকে সকলের নাথ বা ঈশ্বর বলা হয় যেমন --- অমরনাথ, সোমনাথ, বিশ্ব নাথ, পড়াশুনাথ, রামেশ্বর, যোগেশ্বর, মহাকালেশ্বর, ওঙ্কারেশ্বর ইত্যাদি l
মহাশিবরাত্রির দিন আমরা তাঁর সন্তানরা এই আনন্দ উৎসব পালন করবো আর পরমাত্মার যথার্থ পরিচয় জেনে তাঁর সঙ্গে সর্ব সম্বন্ধ জুড়ে তাঁর শ্রীমতে চলে জীবনকে সত্যের পথে নিয়ে চলবো l খুশী, আনন্দ, হাসি আর শান্তিতে এই দুনিয়া ভরিয়ে তুলবো আমরা শিবশক্তিরা l
*আসুন শিবরাত্রি পালন করি*
🙏🙏ওম শান্তি l 🙏🙏
💥💥💥💥💥💥💥💥💥💥
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন