Famous Quatos বিখ্যাত উক্তি
![ছবি](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEijVnt1BKGsVI3CoQewJE-UDJi8Qv8PK77E24DnbZlk_gNwrGFNKiGp-YnOGnxcdtwqw4VG__ef3a9RXy4YyczkSq7l1BNXAbi4csZm9Ve28MfUAvaISGcqZU4NTxXy6Q_fsSbtdYfEZ2a9/s320/1590424782514.jpg)
কিছু বিখ্যাত ব্যক্তির উক্তি 1.শিক্ষা মানুষকে আলোকিত করে। আবেগ মানুষকে নষ্ট করে। বিবেক মানুষকে বাঁচায়। আনন্দ মানুষকে হাসায়। ধৈর্য মানুষকে উন্নত করে। আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। 2.দুজন মানুষের মধ্যে সবচেয়ে বড় দূরত্ব হচ্ছে ভুল বোঝাবুঝি। 3.যারা অপেক্ষা করে তারা শুধু সেটুকুই পায় কিন্তু যারা চেষ্টা করে সেটা কে ছেড়ে দেয়। 4. পিছনে মিনমিন করার থেকে মুখের উপর সত্যিটা বলে ফেলাই ভালো। 5.যদি সাহস না থাকে তাহলে প্রতিষ্ঠা নেই। যদি বিরোধ না থাকে তাহলে প্রগতি ও নেই। 6. তুমি কি বলছো সেটা গুরুত্বপূর্ণ নয়, তুমি কিভাবে বলছো সেটা বেশি গুরুত্বপূর্ণ। 7. যখন তোমার চেয়ে উন্নত কেও যখন তোমার সমালোচনা করবে, তখন বুঝবে তোমার কিছু শেখের আছে। যখন তোমার সমগোত্রীয় কেও যখন তোমার সমালোচনা করবে, তাহলে বুঝবে তুমি তার চেয়ে একটু এগিয়ে আছো। তোমার নিচের কেও যখন তোমার সমালোচনা করে, তাহলে বুঝেনিও তুমি একজন সেলিব্রেটি। 8. আপনি যখন সঠিক পথধরে এগিয়ে যাবেন, তখন আপনাকে বাধা দেওয়ার জন্য অনেক শত্রু তৈরি হয়ে যায়। 9. Dream Big ...