Mother's day শুভ মাতৃ দিবস

মা দিবস

মা শব্দ তা ছোট হলে ও তার গভীরতা ব্যাপক। মা র কাছে তার ছেলে ই শ্রেষ্ঠ। আর একজন ভক্ত এর কাছে তার মা এ শ্রেষ্ঠ। এক মা হয় জন্মদাত্রী আর এক মা হয় জাগতধাত্রী। সময় এর সাথে সাথে সবার ভালোবাসা ফুরিয়ে যায় কিন্তু মা র ভালোবাসা ফুরাইনা। মা মানে মমতা,ক্ষমতা, নিরাপত্তা,আশ্রয়দাতা,বিশ্বাস,নিশ্চয়তা,সকল আশা আর বুকভরা ভালোবাসা। মা এর চেয়ে সহজ আর গভীর কিছু অনুভূতি নেই। যখনই আপদ বিপদ অসুখ হয় তখন মা কে মনেপরে।






প্রথম 1911 সালের মে মাসের দ্বিতীয় রবিবার আমেরিকাজুড়ে ‘মাদারিং সানডে’ নামে একটি বিশেষ দিন উদযাপন করা হয়। 1912 সালে আমেরিকা Mother's day পালন এর জন্য May মাস এর ২য় রবিবারে মা দিবস শব্দ বন্ধের বহুল প্রচার করে। 1914 সালে আমেরিকার প্রেসিডেন্ট উড্রো উইলসন দিবসটিকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেন। উইপিডিয়া মতে এটা প্রাচীন গ্রিসএ মা দিবস পালন শুরু হয়। উত্তর আমেরিকা ও ইউরোপে এই বিশেষ দিনে সরকারি ছুটি পালন করে। এরপর পৃথিবীর দেশে দেশে মা দিবসটি পালনের রেওয়াজ ছড়িয়ে পড়ে। পৃথিবীর সব দেশেই মা শব্দটিই কেবল সর্বজনীন। মা প্রথম কথা বলা শেখান বলেই মায়ের ভাষা হয় মাতৃভাষা। মা হচ্ছেন মমতা-নিরাপত্তা-অস্তিত্ব, নিশ্চয়তা ও আশ্রয়। মা সন্তানের অভিভাবক, পরিচালক,দার্শনি, শিক্ষক ও বন্ধু।



একজন মা তার শিশু কে বাঁচানোর জন্য নিজের জীবন উৎসর্গ করতে পারে এর উদাহরণ ভুরি ভুরি।এটা আমরা পশু দের মধ্যে ও লক্ষ্য করি।
এবার মা কে শ্রেষ্ঠ এলার্ম বললে ও ভুল হবে না। মা ই তার সন্তান দের ভোর ৫ টাই ডেকে দিতে বললে , মা ১ ঘণ্টা আগেই ডেকে দেয়।সত্যি মা এর ভালোবাসার গভীরতা মাপা অসম্ভব।







সনাতন হিন্দু ধর্মে মায়ের স্থান অনেক উঁচুতে। তবে মাকে শ্রদ্ধা ও ভালোবাসা জানানোর নির্দিষ্ট কোনো দিন নেই। মায়ের প্রতি ভালোবাসা প্রতিটি মুহূর্তের। সব ধর্মে মায়ের মর্যাদা সৃষ্টিকর্তার পরেই।








-----পরেশ নাথ মন্ডল









আপনারা আপনাদের মন্তব্য জানাবেন। আমার এই page টা share আর subscribe করবেন এরকম অনেক কিছু জানতে। page টা share করবেন যাতে অনেক মানুষ এটা পরে উপকৃত হয়।তারা যাতে নিজের সমস্যা থেকে নিজেকে বের কোরতে পারে, নিজেকে চিনতে পারে, নিজেকে motivate করতে পারে। এটা share করে অনেক মানুষের কাছে পৌঁছে দিন, যাতে তারা ও এটা পরের help  পায়।

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মুর্খ মানুষ দের চেনের কিছু লক্ষণ। Murkho manush der chener upai

CRASH and LOVE

প্রেষণা বা Motivation কি? প্রেষণার চক্র! প্রেষণার তত্ত্ব -