ঘরে পজেটিভ এনার্জি কিভাবে আনবেন/How to bring positive energy at home

🏚 গৃহে পজেটিভ এনার্জি কিভাবে আনবেন🏚


🌻🌻 ভোরবেলা ঘরের সমস্ত দরজা - জানলা খুলে দিন আর টাটকা বাতাস ঘরে আসতে দিন l হাওয়া আর সূর্যের কিরণ ঘরের নেগেটিভ এনার্জিকে নষ্ট করে দেয় l

🌻🌻 আপনার গৃহে অপ্রয়োজনীয় কোনো জিনিস রাখবেন না l যে জিনিসের প্রয়োজন নেই অথচ ঘরে দীর্ঘকাল রয়েছে, এমন জিনিস নেগেটিভ এনার্জিকে আকর্ষণ করে l তাই তা ঘরে না রাখাই ভালো l




🌻🌻 ঘরে খালি পায়ে চলার অভ্যাস করলে আপনার নেগেটিভ এনার্জি পৃথ্বী তত্ব দ্বারা সমাহিত হয় l এতে আপনার শরীরের উর্জার ভারসাম্য রক্ষা হয় l

🌻🌻 আগেকার দিনে চটি, জুতো বাইরে রাখার রেওয়াজ ছিলো l তখন মানুষ হাত - পা না ধুয়ে গৃহে প্রবেশ করতেন না l এতে সমস্ত নেগেটিভ এনার্জি ঘরের বাইরেই পৃথ্বী তত্ব দ্বারা সমাহিত হতো l এখন এই ব্যবস্থা মুশকিল হয়ে গেছে l তাই ঘরের বাইরেই চটি, জুতো ছেড়ে ঘরে প্রবেশ করুন l

🌻🌻 কিছু সময় ঘরের বাইরে খোলা হাওয়ায় ঘুরে বেড়ান l বাগান থাকলে সেখানে ঘোরার অভ্যাস করুন l প্রকৃতির কাছাকাছি থাকলে আপনি নিজেকে উর্জাবান অনুভব করবেন l

🌻🌻 ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাও নেগেটিভ এনার্জিকে দূর করার উপায় l তাই সবসময় ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন l

🌻🌻 ঘরের চারিপাশে যতটা সম্ভব গাছ লাগাবার চেষ্টা করুন l এতেও ঘরে পজেটিভ এনার্জির প্রবেশ ঘটে l




🌻🌻 কখনো কখনো সন্ধক নুন জলে মিশিয়ে হাত - পা ধুলে শরীরের নেগেটিভ এনার্জি দূর হয় আর আপনার উর্জাও স্বচ্ছ হবে l সন্ধক নুন জলে মিশিয়ে ঘর মুছলেও ঘরের নেগেটিভিটি দূর হয় l

🌻🌻 পূজা - অর্চনা বা গৃহে বার বার ভগবানকে স্মরণ করলে, সেই ঈশ্বরীয় শুভ এনার্জি আমাদের ঘরের নেগেটিভিটিকে দূর করে! 

🌻🌻 আমাদের বিচার - কর্ম এবং বাণী পজেটিভ রাখা উচিত l কেননা নেগেটিভ জিনিস নেগেটিভকেই আকর্ষণ করে l তাই প্রতি মুহূর্তে নিজের চালচলন এবং চিন্তাভাবনার প্রতি নজর রাখা উচিত l

🌻🌻 গৃহে যেন যথেষ্ট পরিমাণে আলো থাকে কারণ নেগেটিভ উর্জাকে দূর করে l

🌻🌻 সারাদিনে এমন অনেক ভালো ঘটনা ঘটে যা আমরা প্রায়ই উপেক্ষা করি!  একটা কথা যদি ভুল হয়ে যায় তাহলে সেটাই বারবার চিন্তা করি!  তার মানে আমরা নেতিবাচকতাকে বেশি আকর্ষণ করি এবং ইতিবাচকতা থেকে দূরে চলে যাই।  মনে রাখবেন, আমাদের চিন্তার প্রবাহকে ইতিবাচক করে পরিবর্তন করেই আমরা সুখী ! কোন খারাপ পরিস্থিতি ও নেতিবাচক কোন সংকল্প ঘরের আবহাওয়া পরিবর্তন করতে পারে, সেজন্য ধ্যান দিতে হবে নিজের সংকল্পের উপর নিজের চিন্তা ভাবনার উপর নেতিবাচক সংকল্প ও চিন্তা ভাবনা গুলোকে পরিবর্তন করতে হবে ইতিবাচক সংকল্প ও চিন্তার দ্বারা।

ঈশ্বরের উপর আর নিজের উপর বিশ্বাস রাখুন ,আপনি আপনার কর্মের দ্বারাই আপনার ভাগ্যের নির্মাণ করতে পারেন l

🙏ওম শান্তি 🙏

🍁☘🍁☘🍁☘🍁☘🍁☘

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মুর্খ মানুষ দের চেনের কিছু লক্ষণ। Murkho manush der chener upai

CRASH and LOVE

প্রেষণা বা Motivation কি? প্রেষণার চক্র! প্রেষণার তত্ত্ব -