মা সরস্বতীর কে? এনার বাহান রাজ হংস কেন🦢





🕉 মধুর ভাবে বহমান সরস্বতী 🕉সরস্ + বতী = সরস্বতী অর্থ জ্যোতির্ময়ী। তিনি হলেন জ্ঞান, সঙ্গীত, শিল্পকলা, বুদ্ধি ও বিদ্যার দেবী। তিন গুণের (সতঃ - রজঃ - তমঃ) মধ্যে তিনি সত্ত্বগুণময়ী, অনন্ত জ্ঞানময় ঈশ্বরের বাক্শক্তির প্রতীক বাগ্দেবী। গতিময় জ্ঞানের জন্যই তিনি নদীরূপা, যিনি জ্ঞান প্রবাহরূপ কর্মের দ্বারা মহার্ণব বা অনন্ত জ্ঞানসাগরে মিলিত হয়েছেন। কল্পান্তে সমুদয় জগতকে পুনর্বার নতুন রূপে স্থাপনকালে প্রজাসৃষ্টির জন্য প্রজাপতি ব্রহ্মা নিজ অন্তরের সঙ্কল্প শক্তি দ্বারা দেবী সরস্বতীকে সৃষ্টি করেন। তাইতো তিনি ব্রহ্মার মানস কন্যা, সেই জন্য ব্রাহ্মণী নামেও সুবিদিতা। (ঠিক যেমন রাজা জনকের কন্যা সীতা জানকী নামে পরিচিতা।) ব্রাহ্মণী, তাই অনেকেই তাঁকে ব্রহ্মার স্ত্রী হিসেবে ভুল করে। তিনি ব্রহ্মার মুখ-বংশজাত সন্তানদের অপার মাতৃস্নেহে পালন করেছেন, তাঁর এই ব্রাহ্মণী নামের আরেক অর্থ হলো "ব্রহ্মার শক্তি।" সরস্বতীকে আশ্রয় করেই ব্রহ্মার প্রজাসৃষ্টির সূচনা।

 🦢রাজহংস কেন সরস্বতীর বাহন ? 🦢জীবের মধ্যে থেকেও জীবদেহের কোনো কিছুই তাঁকে স্পর্শ করতে পারে না অর্থাৎ জাগতিক কোনকিছুতে যেমন তাঁর আসক্তি নেই, তিনি নির্লিপ্ত, তাঁর বাহন রাজহাঁসও জলে বিচরণ করে ঠিকই কিন্তু জল তার দেহে লেগে থাকতে পারে না। আবার সে জল ও দুধের পার্থক্য করতে পারঙ্গম। জল ও দুধ মিশ্রিত থাকলে রাজহাঁস শুধু সারবস্তু দুগ্ধ বা ক্ষীরটুকুই গ্রহণ করে, জল পড়ে থাকে। জ্ঞান সাধনার ক্ষেত্রেও হংসের এই স্বভাব তাৎপর্যপূর্ণ। ''গডেজ অফ নলেজ হলেন সরস্বতী", এমন জ্ঞানবাদিনী, তীক্ষ্ণবুদ্ধিসম্পন্ন সরস্বতীর যথার্থতা বহন করতে সক্ষম একমাত্র রাজহংসই।

🦢🦢🦢🦢🦢🦢🦢🦢🦢🦢🦢. 🦢 সরস্বতীর বাহন কেন হংস 🦢হংসের নির্ণয় শক্তি আর পরখ করার শক্তি বিশেষ হয়, আর সেরকম তাদের গ্রহণ করার শক্তিও বিশেষ হয়, যে কারণে মুক্তো আর কাঁকর দুটোকেই পরখ ক'রে তারপরে নির্ণয় করে, নির্ণয়ের পরে মুক্তো গ্রহণ করে আর কাঁকর-পাথর পরিহার করে। সুতরাং, পরখ করা, নির্ণয় করা আর গ্রহণ করা অর্থাৎ ধারণ করা - তিন শক্তির বিশেষত্বের কারণে সরস্বতী মায়ের বাহন হিসেবে হংসকে দেখানো হয়।

ওম্ শান্তি
 🙏🇲🇰 🇲🇰 🇲🇰

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মুর্খ মানুষ দের চেনের কিছু লক্ষণ। Murkho manush der chener upai

CRASH and LOVE

প্রেষণা বা Motivation কি? প্রেষণার চক্র! প্রেষণার তত্ত্ব -