পোস্টগুলি

মার্চ, ২০২৪ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

Habits that makes you mentally weak

ছবি
Trying to control everything. Having a negative mindset. Not expressing yourself. Fantasizing instead of visualising. Not making time for personal relationships. Not focusing on career

আভামন্ডল

ছবি
🌀🌀  💥  আভামন্ডল  💥 🌀🌀 🔴 আভামন্ডল আমাদের সুরক্ষা চক্র, বিজ্ঞানের স্তরে সম্বোধন করার জন্য একে আমরা Antenna বলে সম্বোধিত করতে পারি l  🌀  পুরানো দিনে যেমন antenna তরঙ্গকে আকর্ষণ করে আমাদের টিভিতে পাঠাতো, আমাদের আভামণ্ডলেরও তেমনই কাজ l এই আভামন্ডল ব্রহ্মাণ্ডের তরঙ্গকে আকর্ষণ করে l 🌀  মন, আভামন্ডল এবং সূক্ষ্ম শরীর এ সব একই, কেবল আলাদা - আলাদা স্তরে নাম পৃথক l  🌀  আমাদের শরীরে তিনটি মুখ্য নাড়ি আছে --- ইরা, পিঙ্গলা এবং সুষুম্না l ইরা শরীরের বাম দিকে, পিঙ্গলা শরীরের দক্ষিণ দিকে আর সুষুম্না নাড়ি স্পাইনাল কর্ডের উপরে থাকে l শরীরের যে অংশে এই তিন নাড়ি মিলিত হয়, সেই জায়গায় চক্রের নির্মাণ হয় l এই তিন নাড়ি আমাদের শরীরের সাত জায়গায় মিলিত হয়, এই সাত জায়গায় আমাদের চক্র হয় l  যেই চক্র ভারসাম্যহীন হয়, সেই চক্রের সম্বন্ধিত জায়গায় রোগ উৎপন্ন হয় l এই সাত চক্রের সুরক্ষার উর্জাকেই আভামন্ডল বলা হয় l  💥  এই আভামন্ডল পজেটিভ এবং নেগেটিভ তরঙ্গকে জমা করে, আপনি যেমন শব্দ শুনবেন তার আধারে আপনার আভামন্ডল পোষিত হবে অথবা ক্ষীণ হবে l এই আভামণ্ডলে...

শিবরাত্রি অন্য সকল জয়ন্তীর মধ্যে সর্বোত্তম

ছবি
*শিবরাত্রি*  অন্য সকল জয়ন্তীর মধ্যে সর্বোত্তম 🌻🌻 *শিবরাত্রি* অন্য সকল জয়ন্তীর থেকে সর্বোত্তম কারণ, এ হলো সমস্ত সৃষ্টির সমস্ত মনুষ্য আত্মার পারলৌকিক পরমপিতা পরমাত্মার দিব্য জন্ম বা অবতরণের দিন, আর সকলের মুক্তি এবং জীবনমুক্তিরূপী সর্বশ্রেষ্ঠ প্রাপ্তির স্মরণের দিন l অন্য সকল জন্মোৎসব মনুষ্য আত্মা বা দেবতাদের জন্মদিনের স্মরণে পালন করা হয়, সেখানে শিবরাত্রি মানুষকে দেবতা বানানোর জন্য, দেবেরও দেব, ধর্মপিতারদেরও পিতা, পরমপিতা, একমাত্র সদ্গতিদাতা, পরমপ্রিয় পরমাত্মার দিব্য এবং শুভ জন্মের স্মরণোৎসব l  *পরমাত্মার সম্পূর্ণ পরিচয়*  💥  *নাম* --- সদাশিব, GOD, আল্লাহ, বাহেগুরু, জেহবা, সবার মালিক এক, সিদ্ধশিলাপতি l  💥   *স্বরূপ* --- অতি সূক্ষ্ম দিব্য জ্যোতির্বিন্দু, নূর, প্রকাশ, লাইট l  💥  *যোগ্যতা* --  সর্ব ধর্ম মান্য, সর্বোচ্চ, সর্বোপরি, সর্বজ্ঞ, সর্ব গুণে অনন্ত, সর্বশক্তিমান l  💥  *নিবাসস্থান* --- ব্রহ্মলোক, পরমধাম, নির্বাণধাম বা মুক্তিধামের নিবাসী ঈশ্বর l  💥  *কর্তব্য* ---- অধর্মের নাশ আর সত্যধর্মের স্থাপনা করা l...

আসুন জানি ব্রাহ্ম মুহূর্ত কাকে বলে আর তার গুরুত্ব কি ?

ছবি
💥💥💥💥💥💥💥💥💥 *আসুন জানি ব্রাহ্ম মুহূর্ত কাকে বলে আর তার গুরুত্ব কি ?*  🌸🌸 ব্রাহ্ম মুহূর্তের এতো গুরুত্ব কেন ? ব্রাহ্ম মুহুর্ত কখন তা আগে জানার প্রয়োজন l রাত - দিন মিলে মোট আট প্রহর থাকে l তারমধ্যে রাত্রে চার প্রহর থাকে l রাতের শেষ প্রহরকে ব্রাহ্ম মুহূর্ত বা অমৃতবেলা বলা হয় l মুনি - ঋষিদের নির্দেশ অনুসারে ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করা উচিত l সাধারণত সূর্যোদয়ের দু ঘন্টা পূর্বের সময়কে ব্রাহ্ম মুহূর্ত বলা হয় l এই সময় উঠলে শরীরে বল আর শক্তির সঞ্চার হয় l  বৈজ্ঞানিক পর্যবেক্ষণ অনুসারে দেখা যায়, ব্রাহ্ম মুহূর্তে বায়ু মন্ডল প্রদুষন মুক্ত থাকে l এই সময় বায়ুতে প্রায় ৪১ শতক অক্সিজেন বা প্রাণ বায়ু থাকে l শুদ্ধ বায়ুর উপস্থিতিতে ফুসফুসের শুদ্ধিকরণ হয় l মন, বুদ্ধি, মস্তিষ্ক এবং স্বাস্থ্য সুন্দর থাকে l আয়ুর্বেদ অনুসারে এইসময় চলাফেরা করলে শরীরে সঞ্জীবনী শক্তির সঞ্চার হয় l *এই সময় নিজের ইষ্টদেব বা প্রভু চিন্তনে ধ্যানমগ্ন থাকলেও জীবন অমৃত তুল্য হয়ে ওঠে l* এই সময়ের বায়ুকে অমৃতের সঙ্গে তুলনা করা হয় l সেই কারণেই এই সময়কে অমৃত বেলা বলা হয় l পূর্ব দিনের ভোজন গ্রহণের পরে হজম হওয়া...