বুদ্ধির সঠিক প্রয়োগর রাস্তা 7 tips to use your Intelligency right way. buddhir prayog er kichu tips
![ছবি](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEieY85sfIXFQahTxXW5JjObMIxzkGxEcIaZqIbOMvbB8Wry75qAXuNxKn_8Ykhw9ntPdmxgc4U_79rR2La-_SDJT5DH0EP9cXtq9M2ASAyTVGHn5JQx2x23e5X8k8dAUacGw3vS0R02KtiE/s0/1599034647759-01.jpeg)
মানুষ কেন তার বুদ্ধির সঠিক প্রয়োগ করতে পারে না আপনার বুদ্ধি আপনার নিজের।বুদ্ধি তখন কাজ করে যখন আপনি স্থির থাকেন।এই বুদ্ধি কে কাজে লাগিয়েই মানুষ আজ সমাজ, অর্থনীতি, বৈজ্ঞানিক, রাজনীতি প্রভৃতি দিকে এগিয়েছে। প্রশ্ন এখন আপনি আপনার বুদ্ধির কত শতাংশ ব্যবহার করেন? এই বুদ্ধিকে কাজে লাগিয়ে মানুষ সম্পর্ক কে উন্নত করছে। বুদ্ধির ব্যবহার করে আজ মানুষ উন্নত অস্ত্র শস্ত্র বানিয়েছে। আর এই বুদ্ধির অপব্যবহার করে ধ্বংস ও করছে। মানুষ আজ তার বুদ্ধির 10% ব্যবহার করে মহাকাশে পৌঁছেছে, চাঁদ ও মঙ্গলে পৌঁছেছে। বুদ্ধি মানুষের একটা অস্ত্র। এটা কে আপনি কিরকম ভাবে ব্যবহার করবেন সেটা আপনার উপর। বুদ্ধির ব্যবহারে বাধা কি কি? সদগুরু বলেছেন আপনি যদি সারাদিন খুশি থাকেন তাহলে আপনি আপনার বুদ্ধির বেশি শতাংশ ব্যবহার করতে পারবেন। আর রোজ যদি খুশি থাকার অভ্যাস করেন তাহলে আপনি আপনার বুদ্ধির 100% ও ব্যবহার করতে পারেন। যদি না কোনো আকাঙ্খা, অস্থিরতা,সিমহহীন চিন্তা না আসে,কোনো ব্যক্তি আপনাকে অসম্মান করলো বা অতীতে আপনাকে ছোট করে অপমান করেছে, আপত্তি জনক কথা বলেছে সেটা আপনি সবসময় চিন্তা করছেন। এমন হলে আপনি আপনার শক্তি নষ্ট করছেন সেই...