সত্য ভালোবাসার ৫ টা চিহ্ন।5 Signs of A True Lover

সত্য ভালোভাসার পাঁচটি লক্ষণ





ভালোবাসা মুখে বললে হয়না এটা করে দেখানোর জিনিস। নিজের ভালোবাসা দেখানোর ও বোঝানোর অনেক কৌশল হয়। সবথেকে সহজ হলো নিজের শব্দে নিজের ভালোবাসা প্রকাশ করা আর এটাই শব্দের সাথে একটা সমস্যা। দুটি মানুষের মধ্যে যোগসূত্র স্থাপন করে। আপনি আপনার ভালোবাসা আপনার শব্দ দ্বারা অন্য ব্যক্তিকে বুঝিয়ে বলতে পারেন। আপনাকে কেউ ভালোবাসার সম্পর্ক বোঝাতে চাই তাকেও শব্দের সাহায্য নিতে হয়। শব্দের সাথে একটা সমস্যা এখানে কখনো কখনো অনুভূতির কথা জানা যায় না। সামনের ব্যক্তি মিথ্যা না সত্য বলছে। যদি আপনি কাউকে ভালোবাসেন তাহলে তার সব কথা আপনার সত্য মনে হবে। আপনি আন্দাজও করতে পারবেন না যে সে ব্যক্তির কথার মধ্যে সত্য আছে কি নেই। তাই কারো শব্দের উপর নির্ভর করে তার ভালোবাসাকে সত্য বলে ভেবে নিও না। আমি এটা বলছি না যে শব্দের মাধ্যমে ভালোবাসা জাহির করা যায়না। শব্দই একটা পথ যেখানে কাউকে ভালোবাসার অনুভব করায়। আর শব্দই ভালোবাসায় আঘাত হানে ও বেইমানি করে। এজন্য কারো সত্য ভালোবাসা পরীক্ষা করার জন্য পাঁচটি বিষয়ের উপর কথা বলব । শুধু যারা সত্যি না মিথ্যা ভালবাসে তারাই এই 5 টা কথা পড়ে বুঝতে পারবে। যারা মিথ্যা ভালবাসে তাদের থাকবে পাঁচটা কথা কখনো মানবে না। আর এই কথা সেই ব্যক্তিই পালন করে যে আপনাকে 100% সত্য হবে।


 

1. সমর্পণ/ Surrender


শুধু বাইরের থেকে নয়, শুধু কথাই নয়, আত্মা থেকে আত্মার সম্পর্ক, মন থেকে মনের সম্পর্ক। যখন কোন মানুষ নিজের মন আত্মা  কারোর উপর সমর্পণ করে তখন তার অন্য কোন ব্যক্তি দরকার পরে না। যখন এরকম হয় তখন সে ব্যক্তি জীবনে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ব্যক্তির দরকার পড়ে না। কারণ আপনি সে ব্যক্তি সকল কমতি ও খালি জায়গা পূরণ  করে দেন। আপনি আসার পর তার জীবন সম্পূর্ণ হয়ে যায়। তার মন অন্য জায়গায় ঘুরে বেড়ায় না। শুধু আপনাতেই থেমে থাকে। আর এটা তখনই হয় যখন কোনো ব্যক্তি আপনাকে সত্য ভালবাসবে। শব্দযুক্ত ভালোবাসা নয়। আত্মা যুক্ত ভালোবাসা। এরকম ব্যক্তি আপনাকে কখনোই কিছু লুকাবে না। না কখনো আপনাকে মিথ্যা কথা বলবে। কারন তার এমন কিছু করার দরকারই পরবেনা।

2. অধিকার/ Priority

যে মানুষ আপনাকে সত্য ভালবাসবে তার জীবনের প্রথম শুধু আপনি থাকবেন। অন্য কেউ নয়। বাকি সব জিনিস পরে তার কাছে। সবার প্রথম আপনি থাকবেন। এটার অর্থ এই নয় যে তার জীবনে অন্য কোন জিনিস বা অন্য কোন মানুষের মূল্য থাকবে না। সে সবাইকে মূল্য দেবে। কিন্তু যখন আপনার কথা আসবে তখন সে সব থেকে বেশি আপনাকে ভ্যালু দেবে। সে আপনার জন্য অন্য দশটা কাজ বন্ধ করে দেবে, কিন্তু কোন কাজের জন্য আপনাকে বাধা দেবে না। এটা সেই করতে পারবে যে আপনাকে সত্যিকারে ভালোবাসবে। মিথ্যা ভালোবাসা করলে হাজার বাহানা থাকবে, কখনো এরকম মজবুরি আর কখনো অন্য মজবুরি। কখনো সে ব্যস্ত থাকার বাহানা করবে, আবার কখনো কোন কাজের বাহানা করবে। সত্য ভালোবাসা বাসায় না কখনো মজবুরি আসে, না কখনো বাহানা আসে। আপনি সে কথায় পুরোপুরি ভরসা ও অনুভব করতে পারবেন; যে আপনি তার জীবনে সবথেকে স্পেশাল জায়গা আপনাকেই দিয়েছে। সত্য ভালোবাসার অর্থ এটা হয় যখন কোন মানুষ নিজের সম্পূর্ণভাবে আপনাকে দেবে, সে আপনার মধ্যে থাকবে, আপনার মধ্যেই ডুবে যাবে ও হারিয়ে যাবে। আর যে আপনার মধ্যে না ঢুকবে তার ভালোবাসা সত্যি কি করে হবে।

3. স্বার্থ/Interest

তার আপনার প্রতি সব সময় ইন্টারেস্ট বাড়তেই থাকবে। এখনকার ভালোবাসা প্রথম প্রথম অনেক ইন্টারেস্ট লাগবে, অনেক আকর্ষণ থাকবে। কিন্তু কিছু সময় পর সব আকর্ষণ ও ভালোবাসা উধাও হয়ে যায়। ট্রু লাভ এর চিহ্ন থাকে না। যেখানে সত্য ভালবাসা থাকবে সেখানে আকর্ষণ তাদের মধ্যে বাড়তেই থাকবে। তার কেবল আপনার রূপের প্রতি নয়, আপনার সব কথাতেই, আপনার সব খুশিতে ইন্টারেস্ট থাকবে। আর আপনার দুর্বলতার উপওর তার ইন্টারেস্ট থাকবে। আপনার কোন কমজোরি কেউও সে ভালবাসবে। আর যদি ভালোবাসায় প্রতিদিন আকর্ষণ বাড়তে থাকে তার অর্থ সেটা সত্য ভালবাসা। আর যদি কোন সম্পর্ক আকর্ষণ ও ভালোবাসা কমতে থাকে তার অর্থ বুঝে যান সে সম্পর্কে কোথাও সত্যতা নেই। আপনি মিথ্যা সম্পর্কে জড়িয়ে আছেন।


5. Excuse দেখাবে না ও আপনার জন্য সব করবে

 যে আপনাকে সত্য ভালোবাসবে সে আপনার জন্য সবকিছুই করবে। আপনার জন্য সেসব কাজ ও করবে যে কাজ সে তার নিজের জন্য কোনদিন করেনি। যেটা তার পছন্দ না হলেও সে করবে। সে কাজ করতে তার ভয় লাগেও সে কাজ করে দেবে। ভালোবাসা এমন একটা জিনিস যেখানে মানুষের ব্যক্তিত্ব পরিচয় কেও পরিবর্তন করতে পারে। এটা তখনই হয় যদি কেউ আপনাকে সত্য ভালবাসে। আর যদি ভালোবাসা মিথ্যা হয় তাহলে সর্বদা তার এক্সকিউজ বারবার সামনে আসবে।
"Pyar karne wale kavi darte nehi.
Or jo darte hai woh pyar karte nehi"

 এই গানটা মতন বাস্তব জীবনে ও সত্য হবে।

সত্য ভালোবাসা করলে মানুষের সব শেষ হয়ে যায় না। ভবিষ্যতে তার কোন কথাই চিন্তা ও ভয় থাকে না। তার শুধু আকর্ষণ থাকে। আপনাকে পাওয়ার আপনার হয়ে যাওয়ার। কিন্তু শর্ত এটাই ভালোবাসা সত্যি হতে হবে।




5. যত্ন / Care


কেয়ার যে আপনার ও আপনার ভাবনার সর্বদা care করবে, সর্বদা সম্মান দেবে, যে আপনার ভালোবাসবে, সে সর্বদা আপনাকে খুশি রাখবে, যে আপনার কখনো দুঃখ-দুর্দশা দেখতে পারবেনা। যে ব্যক্তির মনে আপনার দুঃখ দুর্দশা দেখে, তার মনের কোন পরিবর্তন হয় না। যে আপনার দুঃখ দুর্দশা দেখে তার কোনো ফারাক পড়ে না। তাহলে মন থেকে একথা বের করে দাও যে সে ব্যক্তি আপনাকে সত্য ভালোবাসে। সত্য ভালোবাসা এমন ক্ষমতা যে কষ্ট আপনার হবে ও দুঃখ তাই হবে। আঘাত আপনি পাবেন ও কষ্ট অনুভূতি তার হবে। যে আপনাকে সত্যি ভালবাসবে, সে আপনাকে যত্ন নেবে।  আপনি সর্বদা সুরক্ষিত থাকবেন, খুশি থাকবেন, প্রটেক্ট করবে আপনাকে। সম্মান করবে। সে নিজের দিকে থেকে এমন কোন কাজ করবে না যেখানে আপনার কষ্ট হয়।




কেউ মুখে বলে দেয় যে ভালোবাসি । এটা দ্বারা প্রমাণ হয় না যে সে খুব ভালোবাসে। ভালোবাসার সত্যতা সেখানেই বোঝা যায় যদি সেটাকে সে পূর্ণ করে দেখায়। কেউ জলন্ত কয়লার ওপর চলে দেখায়। ভালোবাসা করা মুখের কথা নয়  এটা সবাই পারেনা। যেখানে সমর্পণ নেই  নেই সেই ভালোবাসার কোন গভীরতা নেই। এটা দুতরফা হতে হবে।

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মুর্খ মানুষ দের চেনের কিছু লক্ষণ। Murkho manush der chener upai

CRASH and LOVE

প্রেষণা বা Motivation কি? প্রেষণার চক্র! প্রেষণার তত্ত্ব -