যখন তোমাকে কেও ভালোবাসবে তখন এগুলো করবেন না If Somebody Loves You Never Do These 5 Things With You যদি তোমাকে কেও ভালোবাসে তাহলে এই ৫ টি জিনিস করো

🙏









যদি তোমাকে কেও ভালোবাসে তাহলে এই ৫ টি জিনিস করো

Fake and True Love


আজকের দিনে এটা বোঝা কঠিন হয়ে গেছে যে কোন মানুষ আপনার কাছে সত্য ও কে মিথ্যা। আজকের দিনে মানুষ এত পরিষ্কার করে মিথ্যা বলে যে বোঝাই কঠিন কে মিথ্যা আর কে সত্য বলছে। বড়ো বড়ো কথা বলা দিব্যি ও প্রতিজ্ঞা করা খুব সহজ কিন্তু সেগুলো পালন করা ততটাই কঠিন। অনেক মানুষ আছে যারা বলে তাদের সম্পর্ক প্রথম দিকে খুব ভালো ছিলো, সব ঠিক ছিল। সে ব্যক্তি অনেক বড় বড় কথা বলেছিল, প্রতিজ্ঞা করেছিল। এখন এমন পরিবর্তন হয়ে গেছে যা দেখে মনে হয় তাদের মধ্যে কিছুই নেই।মনে হয় সবকিছুই শেষ হয়ে গেছে। সে কিছু বুঝতেই পারে না সে মানুষ টার মনে তার জন্য কি আছে। সামনের ব্যক্তি বলে "আমি তোমাকে খুব ভালোবাসি।" কিন্তু সেরকম কিছুই দেখা যায়না তাদের সম্পর্কে। কথা ও আলাদা হয় আর তার action ও সম্পূর্ণ আলাদা হয়। কি করে বুজবে সে ব্যক্তি তোমাকে ভালোবাসে কিনা? তার অনুভূতি তোমার জন্য কীরকম? কি রকম ভাবে সে আমাদের সাথে ব্যবহার করে? আমরা তার মধ্যেই জড়িয়ে থেকে যায়; কিছু বুজতেই পারিনা। কিছু পরিস্কারই হয় না যে আসলে কি হচ্ছে। সম্পর্কের আসল সত্যতা তাইলে কি হতে পারে?


১. যে তোমাকে সত্য ভালোবাসবে সে তোমাকে কখনো ছেড়ে যাবে না। 

আসল ভালোবাসার এটাই অর্থ সে তোমাকে কখনো ছেড়ে যাবে না। যেমন আমাদের বেঁচে থাকার জন্য শ্বাসের প্রয়োজন। আর যে মানুষ সত্য ভালবাসে তার জন্য ভালোবাসা ও এরকমই হয়ে যায়, তাকে ছেড়ে থাকা যায়না। এইজন্য যে আপনাকে সত্য ভালোবাসবে সে আপনাকে ছাড়া কোনো কথাই ভাববে না। যেমন লায়লা- মজনু, হির-রানঝা, রোমিও জুলিয়েটের কথা আপনারা শুনেছেন।এদের ভালোবাসার মধ্যে হাজার বাধা এসেছিল, হাজার কঠিন পরিস্থিতি এসেছিল, সারা দুনিয়া এদের বিপক্ষে এসেছিল, তাহলে এরা একে অপরকে কখনো ছাড়েনি।এদের প্রাণ শেষ হয়ে গেলেও তারপরও তারা একে অপরের সাথে ছিল। ছাড়েনি সেজন্য তো এদের ভালোবাসার গুণগান সারা দুনিয়া এখনো করে। কিন্তু আজ কালকার ভালোবাসা বোঝা যায়না যে, কাল পর্যন্ত টিকবে কি টিকবে না! এদের বয়স কত হবে! কোন আইডিয়াই থাকে না। কখন শুরু হয় আর  কখন যে শেষ হয় কিছুই বোঝা যায় না। কোন গভীরতা আজকের ভালোবাসার মধ্যে নেই। আমি বলছি না যে সব সম্পর্কই এরকম হয়। কিন্তু বেশীরভাগ সম্পর্কই এরকম। আর যে সম্পর্ক ছোটখাট ব্যাপারে বা কোনো মজবুড়িতে ভেঙে যায় তার অর্থ সে সম্পর্ক সত্যিকারের ভালবাসা ছিল না কখনো। অর্থাৎ  যে মানুষের আপনাকে ছাড়ার কোন ক্ষমতাই থাকে না, তার আপনাকে হারানোর ভয় কখনোই থাকবে না। আর যাকে হারানোর ভয়  থাকেনা তবে সে ভালোবাসা সত্যি কি করে হতে পারে। ভালোবাসা যদি সত্যি হয় তাহলে দুনিয়ার কোন সমস্যা বা বাধা সে সম্পর্কে ভাঙতে পারবেনা। আর তার বিপরীত হলে বুঝে নিতে হবে যে সে সম্পর্কের মধ্যে কোন গভীরতা নেই। সে সম্পর্ক আত্মার সাথে যুক্ত নয়। যুক্ত শরীরের সাথে।



২. আর যে আপনাকে সত্য ভালোবাসবে সে কখনো আপনাকে অন্ধকারে রাখবে না। 

অনেক মানুষ বলে যে ব্যক্তির ব্যাপারে অনেক কথা আমি পরে জানতে পেরেছিলাম। শুরুতে তার সম্পর্কে কোনো কথাই জানা ছিল না। সে তার ব্যাপারে সত্যই বলেনি। আমাদেরকে লুকিয়ে ছিল, আমার কাছে আড়াল করে রেখেছিল। পরে সে ব্যক্তি বলে আমাকে চিট করেছে, আমাকে আঘাত দিয়েছে, আমার সাথে বেইমানি করেছে। তার মনে কিছু ছিল, আর কথায় অন্য কিছু ছিল।

 আমি একটা জিনিস বুঝতে পারিনা যে মানুষ ভালোবাসার ক্ষমতা রাখেনা, সে ভালোবাসার মিথ্যা কথা বলে অভিনয় করে। অন্য মানুষের মনের সাথে কেন খেলা করে, জানিনা কি লাভ হয় এসব করে! নিজের সামান্য স্বার্থের জন্য কিছু মানুষের জীবন নষ্ট করে দেয়। আপনার যদি কোন ভাবনা না থাকে, ভালোবাসা না থাকে তো এরকম  কেন করো। সত্য হয়ে থাকতে পারো সে মানুষের কাছে। মানুষটা কে মুক্ত করে দাও। তার মনে এমন ভাবনা সৃষ্টি করো না, যাতে সে মানুষটার জীবন খারাপ হয়ে যায়। 

আর হ্যাঁ যে মানুষ অন্য ব্যক্তির জীবন নিয়ে খেলা করে সে মানুষ নিজের জীবন নিয়ে কখনো খুশি থাকতে পারেনা। তার কৃতকর্মের ফল আজ নয়তো তার জীবনে অবশ্যই ফিরে আসে। কর্ম কখনো কারোর পিছন ছাড়ে না। যে ব্যক্তি যা করেছে আজ না হলেও কাল কর্মফল ভোগ করতেই হবে তাকে। যে সত্য ভালোবাসবে সে কখনো আঘাত দেবে না। যেটা তার কথার মধ্যে থাকে সেটাই তার সত্যতা হয়। অর্থাৎ মুখ ও মন একই থাকে আর কর্মও। তার কথা ও একশন কখনো আলাদা হয় না। এরকমই হবে সত্য ভালোবাসায়। যদি আপনার কোন ব্যক্তির কথা আলাদা মনে হয় ও তার অ্যাকশন আলাদা হয়, তাহলে তার অর্থ সে ব্যক্তি আপনাকে সত্য ভালোবাসেন না।

৩. যে আপনাকে সত্য ভালোবাসবে সে কখনো আপনার কাছে কোন কথা গোপন করবে না।

 যে সম্পর্ক ট্রান্সপারেন্ট নয়। যে ব্যক্তি আপনাকে সত্য ভালোবাসবে সে আপনাকে তার সব কথা  ট্রান্সপারেন্সির সঙ্গে বলে দেবে। তার পুরো সত্যতা আপনার কাছে জানা থাকবে। আর যে মানুষ আপনাকে মিথ্যা ভালবাসবে আপনার অন্তর আত্মার তার উপর বিশ্বাসী আসবে না। সন্দেহ থাকবে সব সময়। আপনি খোঁজ নিতে থাকববেন এটা সত্যতা কি, যে তার মনে কি আছে, কেন কি ও আপনাকে সব কথা লুকাবে, সব কথা গোপন করবে। আপনাকে তার কথা তারকাছ থেকে নয়, অন্য ব্যক্তির কাছে জানতে পারবেন। এর অর্থ যে সে আপনাকে কথা গোপন করছে। আপনাকে সত্য বলছে না। যখন কোন সম্পর্কে এরকম লুকোচুরি খেলা হয়, তখন সে সম্পর্ক কখনো সত্য হয় না। সে সম্পর্ক কোথাও-না-কোথাও কপটতা লুকিয়ে আছে।



৪. যে আপনাকে সত্য ভালোবাসবে সে আপনাকে কখনো অপমান করবে না।


 রেসপেক্ট করবে। ভালোবাসা হলো হৃদয় ও আত্মার বন্ধন। হৃদয় আত্মার বন্ধনে থেকে ভালোবাসা বের হয়। তখন তার জন্য নিজের থেকে সম্মান বেড়ে যায়। তার প্রত্যেক ভাবনা, তার কথা ভালোবাসা ব্যক্তির কাছে অনেক গুরুত্বপূর্ণ হয়। কিন্তু যখন কোন ব্যক্তি আপনার ভাবনা, আপনার কথা, আপনার ভালোবাসার সম্মান করে না, তার অর্থ সে ব্যক্তি আপনাকে সত্য ভালোবাসে না, কারণ আপনাকে এটা সম্পর্কে থাকার সময় অবশ্যই চেক করে নেওয়া দরকার যে, আপনি সে সম্পর্কে থেকে সম্মান পাচ্ছেন কি পাচ্ছেন না। যদি সম্মান না পান তাহলে ভালোবাসা কি করে পাবেন। যেখানে সম্মান সেখানে ভালোবাসা। আর যেখানে সম্মান নেই সেখানে ভালবাসা কি করে থাকতে।

৫. ভালোবাসার লোক আপনার থেকে হঠাৎ কখনো অদৃশ্য বা উধাও হয়ে যাবে না। 


অর্থাৎ আপনাকে মেসেজিংয়ে রিপ্লে না করা, আপনার ফোনকে অ্যাভয়েড করা, আপনি জানতে পারেন না যে সে ব্যক্তি কোথায় আছে! কি করছে! কেমন আছে! আপনি বসে থাকেন ঘণ্টার পর ঘণ্টা তার অপেক্ষায় তার জন্য, আর আপনার ব্যাপারে তার কোন হুঁস থাকে না। আপনি এখানে কষ্ট পাচ্ছেন, আপনি তাকে মিস করছেন তার সাথে কথা বলার জন্য, তার সঙ্গে দেখা করার জন্য। আর সেখানে সে ফ্রি হয়ে অন্য কোথাও আছে। সে আপনার কথা একবারও ভাবছে না। আপনাকে ইগনোর করছে। মেসেজ ও কলের রিপ্লে ও করছেনা আপনাকে।

 একটা কথা বুঝতে পারিনা যদি আপনার কোন ব্যক্তির সাথে কথা বলতে ভালো না লাগে তো সেখানে পরিষ্কার করে বলে দেওয়া উচিত যে সে ব্যক্তি কে আপনার পিছনে আপনি ঝুলিয়ে রাখছেন? কেন আপনি তাকে ক্লিয়ার করছেন না? কেন মাঝখানে আটকে রাখছেন? আর আজকাল  সম্পর্কে অনেক বেশি এরকম দেখা যায়। এই কথার জন্য অনেক মানুষ ডিস্টার্ব হয়। একজন ব্যক্তি কতক্ষন ওয়েট করে থাকে কথা বলার জন্য। কত মেসেজ কত কল করে, কিন্তু সামনের ব্যক্তির  থেকে কোন রিপ্লে আসেনা। আর যদি রিপ্লে চলে আসে তো মনে হয় যেন তার প্রতি কোন ইন্টারেস্টই নেই। আর যদি তোমাদের সম্পর্কে এরকম হচ্ছে তাহলে বুঝে যাও আপনি ফেক রিলেশনশিপে জড়িয়ে আছেন। সে সম্পর্ক সত্য সম্পর্ক নয়। 


যে আপনাকে সত্য ভালবাসতে পারবে, সে আপনার সাথে কখনো এরকম করবে না। আর যদি সে অন্য কোথাও বিজি ব্যস্ত থাকে তাহলে সে আপনাকে অবশ্যই বলবে। কখনো উধাও হয়ে যাবে না। আপনার সাথে ভালোবাসা অর্থ কানেকশন। এখানে ভালোবাসা মানুষকে যুক্ত করে। যদি সে ব্যক্তি আপনার সাথে কানেক্ট বা যুক্তই না থাকে, তাহলে সে আপনাকে কি করে সত্য ভালবাসবে। একটা সম্পর্কের সত্যতা জানতে আপনাকে এটা অবশ্যই চেক করা উচিত যে ব্যক্তির সাথে আপনি কানেক্ট আছেন বা যার সাথে আপনি যুক্ত আছেন, সে কেমন। যত গভীর কানেকশন কত গভীর সম্পর্ক। আর যতটা আপনাকে ডিসকানেক্ট অনুভূতি করাবে, তার অর্থ সে ব্যক্তি আপনার সাথে মন থেকে যুক্ত নয়।

 আর হ্যাঁ আপনিও যদি আপনার সম্পর্ক নিয়ে কনফিউজ আপনি বুঝতে পারছেন না কিছুই, যে আপনি কি করবেন, আপনি কোথায় আছেন। যে ব্যক্তির সাথে আপনি সম্পর্কে আছেন। সেটা সত্যি কারের না মিথ্যা। তাহলেই পাঁচটি কথা উপর ভিত্তি করে আপনি তাকে পরখ করতে পারেন। যদি সত্যি ভালোবাসে তাহলে এই পাঁচটা কথা কখনোই তারা করবে না।




I hope you have like this article on If Somebody Loves You Never Do These 5 Things  tips. Do share your views, feedback or suggestion that we can add up in this article 😊. I would have to read your comments.



মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মুর্খ মানুষ দের চেনের কিছু লক্ষণ। Murkho manush der chener upai

CRASH and LOVE

প্রেষণা বা Motivation কি? প্রেষণার চক্র! প্রেষণার তত্ত্ব -