মুর্খ মানুষ দের চেনের কিছু লক্ষণ। Murkho manush der chener upai

মূর্খ বন্ধুদের সনাক্ত ও ভালো বন্ধু বানানোর কিছু কৌশল


মূর্খ দুই রকমের (১) শিক্ষিত মূর্খ, (২) মানসিক ভাবে অসুস্থ ।

এই লেখার দ্বারা আপনি ও জানতে পারবেন যে আপনি কোন ক্যাটাগরি তে আছেন। "কথাই আছে একজন মূর্খ বন্ধুর থেকে একজন বুদ্ধিমান শত্রু অনেক ভালো।" কারণ একজন বুদ্ধিমান শত্রু যতটা না ক্ষতি করে তার তুলনায় মূর্খ ব্যক্তি অনেক ক্ষতি করতে পারে। এই লেখার উদ্দেশ্য কাওকে আঘাত করা নয়। এটার উদ্দেশ্য আপনার জ্ঞানের সীমা বাড়ানো ও সঙ্গে নিজেকে জানতে ও বুঝতে সাহায্য করা।

 আপনি অবুঝ ও মূর্খ ব্যক্তির থেকে নিজেকে রক্ষা করতে পারেন। আপনি বন্ধু তৈরি করার সময় সঠিক নির্ণয় করতে পারেন, কারন মানুষ যে রকম সঙ্গে থাকে সেরকমই হয়ে যায়।


এই লকডাউন এর সময় কিছু আলাদা আলাদা নীতি বই থেকে আচার্য চানক্য, মনুস্মৃতি ও অন্যান্য বই থেকে যেসব মূর্খের পরিচয় বলা হয়েছে সেসব লেখা গুলো সংগ্রহ করে আজ এই লেখাটি লিখেছি।

অজ্ঞানী ও মুর্খ ব্যক্তির মধ্যে সামান্য পার্থক্য আছে। অজ্ঞানী দের জ্ঞান দেওয়া যায়, তাদের ঠিক করা যায় কিন্তু মুর্খ দের কখনো ঠিক করা যায়না।

বাস্তবে মূর্খতা একটা রোগ। যারা অন্ধ তারা দেখতে পায়না, এটা কোনো রোগ নয় এটা পরীক্ষা। অন্ধের উপর দয়া করা যায়। কিন্তু মূর্খতা এমন একটা রোগ যার কোনো চিকিৎসা নেই। এজন্য মুর্খ ব্যক্তির থেকে দূরে যাওয়া উচিত কারণ এই রোগ ভগবান ও ঠিক করতে পারে না। মূর্খের সঙ্গতিতে আমরা মুর্খ বলেই পরিচিত হয়।

 1. মূর্খ মানুষ মা-বাবার থেকে জন্মলাভ করে তাদেরই অবহেলা ও বিরোধ করে। তারা তাদের থেকে বেশি শক্তিশালী লোকের সাথে শত্রুতা করে ও নিজের শরীরের উপর বেশি অহংকার করে। শক্তিশালি না হয়েও নিজের প্রভাব দেখানোর চেষ্টা করে। তারা নিজেদের প্রশংসা নিজেরাই করে খুশি হয়। মূর্খ ব্যক্তি দরিদ্র হলেও অনেক বড় বড় কথা বলে। তারা চিকিৎসক ও প্রশাসনের সাথে অকারণে বিরোধ করে। যে ব্যক্তি পকেট এ্ হাত রেখে অহংকার এর কথা বলে। সে বিনা কারণে অট্টহাসে, অবিবেকী , যে বিচার শুন্য হিন, তার অনেক শত্রু হয়। সবাইকে নিজের শত্রু বানাতে থাকে সেই মূর্খ ব্যক্তি।


2. যে নীচ ও দুষ্ট ব্যক্তির সাথে মিত্রতা করে, রাত দিন দ্বিতীয় ব্যক্তির পরনিন্দা-পরচর্চা করে সেই মূর্খ বলে পরিচিত। জ্ঞানী ব্যক্তিরা বলেছেন যেখানে অনেক লোক বসে থাকে তার মধ্যে গিয়ে শুয়ে পড়ে। যে বিদেশে গিয়ে সবার উপর বিশ্বাস করে নেয় তার গণনা ও মূর্খ ব্যক্তির মধ্যেই করা হয়। যে নেশায় ও বাসনায় বশবর্তি হয়ে নিজের বিবেক হারিয়ে ফেলে সে ব্যক্তি মূর্খ ব্যক্তির মধ্যে পড়ে। যে অন্য ব্যক্তির উপর বিশ্বাস ও ভরসা করে নিজের পরিশ্রম করা ছেড়ে দেয়, আর ঘরে বসে শুধু আরাম করে তাদেরও জ্ঞানী ব্যক্তিরা মূর্খ বলে পরিচয় দিয়েছেন।


 3.মূর্খ ব্যক্তি ঘরে বসে বড় বড় কথা বলে পরিবারের সাদাসিধে লোকেদের নিজেদের অধিকার জমায়, ঘরের স্ত্রীর সামনে অনেক বাহাদুরি দেখায়, আর যখন শক্তি ও বাহাদুরি দেখানোর সময় আসে তখন পিঠ দেখে পালিয়ে যায়। যে ব্যক্তির স্ত্রী দের সামনে নিজেদের জ্ঞান ফলাই কিন্তু সভাই বলতে লজ্জা পায়। যে মূর্খ ও লজ্জা হীন হয়েও সম্মানের বাইরে কাজ করে এবং শরীরে রোগ হলে ও পরিচর্যা করে না আচার্য গণ ততাদের মূর্খ বলেছেন।


 4.যেখানে অপমানিত হলেও বারবার সেখানেই যেতে থাকে ও কারোর বিনা অনুমতিতে লোকেদের উপদেশ দিতে থাকে সে ব্যক্তি মূর্খ বলে পরিচিত। 

5.যে ব্যক্তি বিনা বিচারে কারোর ছোট ভুলের জন্য বড়ো দণ্ড দেয়, যে ছোট ছোট কথায় নিজের কৃপা দেখায় তাদের ও আচার্য গণ মূর্খ বলেছেন।

 6.যে সত্যকে বোঝেনা, বিনা শক্তিতে বড় বড় কথা বলে। সর্বদা মুখ থেকে অপশব্দ বেরোয়।

 7.ঘরে অনেক বাহাদুরি দেখায় ও বাইরে সে ভয়করে ঘুরে বেড়ায় সেই ব্যক্তি মুর্খ। যে ব্যক্তি অন্য ব্যক্তির প্রতি অধিক স্নেহ করলে তার ভুল ও দেখা বন্ধ করে দেয়, আর যে ব্যক্তি কারুর উপর হিংসা ও দ্বেষ থাকার পরও তার গুন গুলি দেখা বন্ধ করে দেয় নীতিকারেরা তাদের মূর্খ বলেছেন। 


 8.নিজের ধন, নিজের শক্তির, নিজের বিদ্যা, নিজের বৈভবের উপর অভিমান করে সেই মূর্খ ব্যক্তি হয়। ক্রোধ, কুবুদ্ধি ও অভিমানে সে ব্যক্তি নিজের ক্ষতি করে এরকম চিত্রের ব্যক্তি ও মূর্খ বলে পরিচিত।

9.যে নিজেকে পারফেক্ট মনে করে। নিজেকে সবথেকে বুদ্ধিমান ভাবে ও তার সারণে আশা ব্যক্তিদের ধিক্কার জানাই। ধন ও জীবনের উপর অনেক বেশি ভরসা করে সেই ব্যক্তি মূর্খ

 10.নিজের ভালো ব্যবহার করা ব্যক্তির সাথে খারাপ ব্যবহার করে। যার সুখ ও শান্তির শব্দ মুখ থেকে একফোঁটাও বেরোই না। যে নিচ ব্যক্তিদের নাম করে, নিজের ভালো ব্যবহার করা ব্যক্তির সাথে খারাপ ব্যবহার করে, যার সুখ-শান্তির শব্দ তার মুখ থেকে বের হয়না, যে নীচ ব্যক্তিদের নাম করে জ্ঞানী ব্যক্তিরা তাদের মূর্খ বলেছেন। 


11. সংসারের বিষয় বাসনাকে সবকিছু মেনে নিয়ে পরমাত্মা ঈশ্বরকে ভুলে যায়। যার নিজের উপর কোনো জ্ঞান থাকেনা। যে ব্যক্তি নিজের মা-বাবা ও ঘরের অন্যান্য ব্যক্তি, গুরুজন, ভাই সবার সঙ্গে খারাপ ব্যবহার করে তাদের সঙ্গে বিরোধ করে সে ব্যক্তি মূর্খ। 

12.অন্য ব্যক্তির দুঃখ দেখে যে হাঁঁসে, অন্য ব্যক্তির সুখ দেখে হিংসা করে, সে পেরিয়ে যাওয়ার সময়ের জন্য দুঃখ করে। যে নিজের সম্মান রক্ষা করতে পারে না। সব সময় হাসি মজা করতে থাকে। যে হাসতে হাসতে মানুষের সাথে লড়তে থাকে সেইসব লক্ষণ যুক্ত ব্যক্তিদের জ্ঞানী পুরুষেরা মূর্খ বলেছেন।

13. যে স্ত্রীর গোলামী করে, বড়দের অপমান করে মূর্খদের থেকে উপদেশ নাই ও যে সজ্জনের উপদেশ মানে না ও তাদের পথে চলে না।

 14.যে লোককে দেখানোর জন্য নিজের ধন খরচা করে। যে নিজের পরিবারের কর্তব্যকে ভুলে গিয়ে  ব্যর্থ কাজে জড়িয়ে নেয়। যে বিশ্বস্ত ব্যক্তির সঙ্গে ছল ও কপট করে ।যে নেশার অজুহাতে নিজের কর্তব্য ভুলে যায়। যার কোনটা সঠিক কোনটা বেঠিক, কোনটা সত্য কোনটা মিথ্যা, কে মিত্রও শত্রু কেউ চিনতে পারে না এসব লক্ষণযুক্ত মানুষের জ্ঞানী পুরুষের মূর্খ বলেছেন।


 15. কোন জ্ঞান না থাকা সত্ত্বেও অহংকার করে যে ব্যক্তি নিজের কাজ ছেড়ে অন্য ব্যক্তির কাজে লেগে থাকে, যে ব্যক্তি শত্রুদের মিত্রতা করে ও বন্ধুদের সাথে শত্রুতা করে সেসব ব্যক্তি মূর্খ বলে পরিচিত।


 মূর্খ ব্যক্তির থেকে দূরে থাকতে হলে তাদের হাত থেকে রক্ষা পেতে গেলে তাদের সঙ্গে তর্ক না করে দূরে সরে যাওয়া ভালো। নিজের দুঃখের কথা তাদের কাছে না প্রকাশকরা কার, কারণ মূর্খ ব্যক্তি তারা কোন কথা গোপন করে রাখতে পারেনা। মূর্খ ব্যক্তি দের জ্ঞানের কথা কখনো বোঝে না। আপনি কিছু বলবেন ও বুঝবে অন্য কিছু। মূর্খ ব্যক্তির আপনি যত ভালো করেন না কেন, সে কখনো আপনার সাথ দেবেনা। মুর্খ ব্যক্তির সাথে ভাবনা চিন্তা করেই ব্যবহার করা উচিত। যদি পারো তো তাদের থেকে দূরে থাকাই ভালো। যদি আপনি মূর্খ ব্যক্তির বিরোধ করেন তাহলে আপনি মুখে প্রমাণিত হয়ে যাবেন। শিক্ষিত মূর্খ থেকে দেশ ও সমাজের অনেক ক্ষতি হয়। উপকার করলে সে কখনো মানতে চাইবে না।




I hope you have like this article on how to know idiot person . Do share your views, feedback or suggestion that we can add up in this article 😊. I would have to read your comments.

আপনারা আপনাদের মন্তব্য জানাবেন। আমার এই page টা share আর subscribe করবেন এরকম অনেক কিছু জানতে। page টা share করবেন যাতে অনেক মানুষ এটা পরে উপকৃত হয়।তারা যাতে নিজের সমস্যা থেকে নিজেকে বের কোরতে পারে, নিজেকে চিনতে পারে, নিজেকে motivate করতে পারে। এটা share করে অনেক মানুষের কাছে পৌঁছে দিন, যাতে তারা ও এটা পরের help  পায়।



মন্তব্যসমূহ

  1. আমাকে কেউ ছোট করলে, তাকে কি করা উচিত?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আমাকে কেউ ছোট করলে ,তাকে কি করা উচিত?

      মুছুন
  2. ক্ষমা করে দিন। এতেই সে উল্টো লজ্জিত, অনুতপ্ত হবে।

    উত্তরমুছুন
  3. Keo kichu bolle, se to tar chintadhara moto kore bolbe, asole gacher paka aam tai sobai dhhil chore. Tai kei dhil marle amader kache choice ache je seta cach krbo ki krbo na. Ei choice tai amader krte hobe. Karan se hoi to amader unnoti, achivement dekhe jolche ba hingshe ke che, seta tar problem. Seta amra nijer gaye kno makhbo? Taile tar ar amader chinta dharar difference ki thklo? Tai na

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

CRASH and LOVE

প্রেষণা বা Motivation কি? প্রেষণার চক্র! প্রেষণার তত্ত্ব -