যুগপুরুষ প্রমথনাথ
*যুগপুরুষ প্রমথনাথ।* ভারতে একটি লোহার কারখানা তৈরি করতে বিখ্যাত ব্যবসায়ী জামসেদজি নাসেরওয়ানজি টাটা আমেরিকা থেকে দুজন বিশেষজ্ঞ আনা হলেও তারা লোহার কারখানার যথাযথ স্থান নির্ধারণ করতে পারছিলেন না। জামশেদজীর সুযোগ্য পুত্র, ডোরাবজি টাটা সেই কাজে প্রত্যক্ষ পরামর্শের জন্য ডাকলেন ভারতবিখ্যাত এক বঙ্গসন্তান, তিনি ভূতত্ত্ববিদ পি এন বসু, আমরা তাঁকে চিনি প্রমথনাথ বসু নামে। সাকচী গ্ৰামে গড়ে উঠল টাটা শিল্প গোষ্ঠীদের ইস্পাত কারখানা। সেটাই ভারতের প্রথম লৌহ ও ইস্পাত কারখানা। সাকচীর বর্তমান নাম জামশেদপুর। আমাদের দেশে ইস্পাত শিল্প গড়ার প্রথম স্থপতি প্রমথনাথ। বলা বাহুল্য স্থপতির প্রেরণা, তাঁর পরামর্শ ও দূরদৃষ্টি কে কৃতজ্ঞতা স্বীকার করে নতুন কোম্পানিতে প্রমথনাথ কে অংশীদারি দিতে চেয়েছিল টাটারা, যদিও সেই প্রস্তাব সবিনয়ে প্রত্যাখান করেছিলেন মেধাবী মানুষটা, কারণ ব্যক্তিগত ভাবে এক নির্লোভ মানুষ। যার ছিল প্রবল আত্মসম্মানবোধ। ভারতে শিল্পায়নের যুগপুরুষ প্রমথনাথ।, বরাবর মেধাবী ছাত্রটি জন্মগ্ৰহন করেছিলেন ২৪পরগনা জেলার গোবরডাঙায়। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়য় প্রমথনাথ প্রথম ভারতীয় উচ্চপদস্থ কর্মচারী। মা...